নোয়খালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্তের উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে।
রবিবার (৫ জানুয়ারি) রাত ১ টায় নোয়াখালীর মাইজদীর হসপিটাল রোডে নোবিপ্রবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান সীমান্তসহ আরও কয়েকজনের উপর স্থানীয় চাঁদাবাজিদের একটি গ্রুপ সন্ত্রাসী হামলা চালায়।
এতে সমন্বয়ক মেহেদী হাসান সীমান্তসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন আহত হন। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে নোয়াখালী হর্কাস মার্কেটের খাস জমি ভোগদখল করে আসছিল স্থানীয় চাঁদাবাজদের একটি গ্রুপ। ৫ই আগষ্ট সরকার পতনের পর স্থানীয় আরেকটি গ্রুপ সে জমি ভোগদখল করা শুরু করে। এ বিষয়ে জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত চাঁদাবাজির প্রতিবাদ করলে ৫ই জানুয়ারি রাত ১ টায় স্থানীয় চাঁদাবাজদের একটি গ্রুপ তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়।
এ বিষয়ে নোয়াখালী সুধারাম থানার ওসি (তদন্ত) এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যে ২ জন আটক করেছি।”