ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অগ্নিকাণ্ড

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক ভবনের পশ্চিম পার্শ্বে নিচতলায় রেকর্ড রুম সংলগ্ন বারান্দায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনের নিচতলায় বারান্দায় পরিত্যক্ত পুরাতন কাগজপত্র রাখা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে সেখানে ধোঁয়া দেখতে পান দায়িত্বরত নৈশপ্রহরী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ডিসি অফিস চত্বরে হাঁটতে আসা লোকজনদের মধ্যে কেউ সিগারেট ছুড়ে ফেলায় এ আগুনের সূত্রপাত হয়।

আজ রোববার (৫ জানুয়ারি) জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করবেন।

মেজবাউল করিম আরও বলেন, আগুন লাগার ঘটনা অসাবধানবশত নাকি পরিকল্পিত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কাজ করবে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। পাশে একটি রেস্টুরেন্ট আছে। ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এ সব বেরিয়ে আসবে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানায়, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসেবে আলামতগুলো রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

ট্যাগস :

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অগ্নিকাণ্ড

আপডেট সময় ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক ভবনের পশ্চিম পার্শ্বে নিচতলায় রেকর্ড রুম সংলগ্ন বারান্দায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনের নিচতলায় বারান্দায় পরিত্যক্ত পুরাতন কাগজপত্র রাখা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে সেখানে ধোঁয়া দেখতে পান দায়িত্বরত নৈশপ্রহরী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ডিসি অফিস চত্বরে হাঁটতে আসা লোকজনদের মধ্যে কেউ সিগারেট ছুড়ে ফেলায় এ আগুনের সূত্রপাত হয়।

আজ রোববার (৫ জানুয়ারি) জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করবেন।

মেজবাউল করিম আরও বলেন, আগুন লাগার ঘটনা অসাবধানবশত নাকি পরিকল্পিত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কাজ করবে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। পাশে একটি রেস্টুরেন্ট আছে। ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এ সব বেরিয়ে আসবে।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানায়, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসেবে আলামতগুলো রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।