জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অযোগ্য, অথর্ব ও পকেট কমিটিকে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এর মধ্য দিয়ে পদবঞ্চিতরা টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ সময় নেতাকর্মীরা আহ্বায়ক কমিটিতে আসা নেতাকর্মীদের ছাত্রলীগ, শিবির, নেশাখোর, ছিনতাইকারী, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত, টাকার বিনিময়ে পদ পাওয়াসহ নানা অভিযোগ তুলে বক্তব্য দেন। এছাড়া পদ বঞ্চিতরা দ্রুত সময়ের মধ্যে কমিটি ভেঙে দিয়ে ছাত্রদলের গত আন্দোলনে অ্যাকটিভ ছাত্র নেতাদের মধ্য থেকে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।
তারা বলেন, ছাত্রলীগ থেকে আগত নেতৃবৃন্দ দিয়ে গঠিত এ কমিটি জবি ছাত্রদলের নিবেদিত নেতাকর্মীরা মানে না।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাবেক ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী আল্লাহ হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সহ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, ১ নং সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান শুক্কুর, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সম্পাদক মেহেদী হাসান আখনসহ শতাধিক নেতাকর্মী।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আহমেদ রাহাত বলেন, রাজপথের দীর্ঘদিনের ত্যাগীদেরকে অবমূল্যায়ন করে একটি প্রহসনের কমিটি হয়েছে। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই জবি ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা এই তথাকথিত কমিটিকে লালকার্ড প্রদর্শন করেছেন। জবি ছাত্রদলের প্রাণের সঞ্চার ঘটাতে অনতিবিলম্বে এই অনিয়মের কমিটি বিলুপ্ত করে যোগ্যতার ভিত্তিতে নতুন কমিটি গঠন করার কোনো বিকল্প নেই।