ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার

যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এছাড়া এ সময় একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করা হয়। অরুদ্ধ হয়ে পড়েন আগত অতিথিরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিমের সফর নিয়ে স্থানীয় বিএনপির সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ার উল আজীম ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেন। এতে মনোহরগঞ্জ উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। এ ছাড়াও চাইনিজ কুড়াল, চাপাতিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়। এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম পক্ষের উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু বলেন, যুবদলের কমিটি নিয়ে জেলা যুবদলের একটি সমন্বয়ক প্রতিনিধি দল লাকসাম আসেন।

উভয় পক্ষের সঙ্গে প্রথমে বসার কথা থাকলেও তারা আজিম পক্ষকে এক পর্যায়ে নিষেধ করে দেন। এতে উত্তেজিত হয়ে যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করলে, তারা দৌড়ে মনোহরগঞ্জ বাজার থেকে পালিয়ে যায়। পরে আমাদের লোকজনকে শান্ত করে নিয়ে আসি।

জনপ্রিয় সংবাদ

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ১১:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এছাড়া এ সময় একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করা হয়। অরুদ্ধ হয়ে পড়েন আগত অতিথিরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিমের সফর নিয়ে স্থানীয় বিএনপির সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ার উল আজীম ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেন। এতে মনোহরগঞ্জ উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। এ ছাড়াও চাইনিজ কুড়াল, চাপাতিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়। এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম পক্ষের উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু বলেন, যুবদলের কমিটি নিয়ে জেলা যুবদলের একটি সমন্বয়ক প্রতিনিধি দল লাকসাম আসেন।

উভয় পক্ষের সঙ্গে প্রথমে বসার কথা থাকলেও তারা আজিম পক্ষকে এক পর্যায়ে নিষেধ করে দেন। এতে উত্তেজিত হয়ে যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করলে, তারা দৌড়ে মনোহরগঞ্জ বাজার থেকে পালিয়ে যায়। পরে আমাদের লোকজনকে শান্ত করে নিয়ে আসি।