ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৫ শিক্ষার্থী Logo রুয়েট অ্যালামনাই তাসরুজ্জামানের দেশীয় টার্ন টেবিলের আন্তর্জাতিক স্বীকৃতি Logo প্রতিহিংসার রাজনীতি : গণতন্ত্রের অন্তরায় Logo সুবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত Logo জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে বৃটিশ নাগরিককে সভাপতি করায় প্রথম সভা বয়কট Logo ট্রাম্পের ১০০ দিনেই অতিষ্ঠ গোটা বিশ্ব Logo নোয়াখালী কলেজ অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামি ছাত্র আন্দোলন Logo আমরা ফুলের মতো একটি বাংলাদেশ গড়তে চাই: আমীরে জামায়াত Logo চিনের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

ডিআর কঙ্গোতে শৃঙ্খলা ফেরাতে ১৩ সেনার মৃত্যুদণ্ড

ডিআর কঙ্গোতে শৃঙ্খলা ফেরাতে ১৩ সেনার মৃত্যুদণ্ড

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর একটি সামরিক ট্রাইব্যুনাল হত্যা, লুটপাট ও কাপুরুষতা দেখানোর অভিযোগে ১৩ জন সেনাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। সামরিক কর্তৃপক্ষ বলেছে, সেনাবাহিনীর শৃঙ্খলা উন্নত করার একটি অভিযানের অংশ ছিল এটি। যুদ্ধে সেনারা পালিয়ে যাওয়ার কারণে আঞ্চলিক ক্ষতির মুখে পড়ে কঙ্গো, এরপরেই এমন শাস্তি দেওয়া হয় সেনাদের।

কঙ্গোলিজ বাহিনী প্রায় তিন বছর ধরে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে, পাশাপাশি অন্যান্য মিলিশিয়ার সহিংসতার মুখোমুখি হয়ে আসছে। মোট ২৪ জন সেনা বিচারের মুখোমুখি হয়েছিলেন, যার মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড, চারজনকে ২ থেকে ১০ বছরের সাজা এবং ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া এক সেনার মামলা আরও তদন্তের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

সামরিক প্রসিকিউটর কাবালা কাবুন্দি বলেন, “এই বিচারটি সেনাবাহিনী এবং জনগণের মধ্যে আস্থা পুনরুদ্ধারের জন্য অনুষ্ঠিত হয়েছিল। দোষী সাব্যস্তদের মধ্যে সবাই অপরাধী নয়, তারা পাঁচ দিনের মধ্যে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন।”

এদিকে, কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ-সংলগ্ন বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) নতুন করে হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে। এই হামলাটি কঙ্গোর উত্তর কিভু প্রদেশের দুটি স্থানে চালানো হয়, যেখানে বিদ্রোহীরা গ্রামগুলোর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং অনেক মানুষকে হত্যা করেছে।

এডিএফ দীর্ঘ সময় ধরে কঙ্গোর উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ সহিংসতা চালাচ্ছে, যা হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়েছে।

জনপ্রিয় সংবাদ

উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৫ শিক্ষার্থী

ডিআর কঙ্গোতে শৃঙ্খলা ফেরাতে ১৩ সেনার মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর একটি সামরিক ট্রাইব্যুনাল হত্যা, লুটপাট ও কাপুরুষতা দেখানোর অভিযোগে ১৩ জন সেনাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। সামরিক কর্তৃপক্ষ বলেছে, সেনাবাহিনীর শৃঙ্খলা উন্নত করার একটি অভিযানের অংশ ছিল এটি। যুদ্ধে সেনারা পালিয়ে যাওয়ার কারণে আঞ্চলিক ক্ষতির মুখে পড়ে কঙ্গো, এরপরেই এমন শাস্তি দেওয়া হয় সেনাদের।

কঙ্গোলিজ বাহিনী প্রায় তিন বছর ধরে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে, পাশাপাশি অন্যান্য মিলিশিয়ার সহিংসতার মুখোমুখি হয়ে আসছে। মোট ২৪ জন সেনা বিচারের মুখোমুখি হয়েছিলেন, যার মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড, চারজনকে ২ থেকে ১০ বছরের সাজা এবং ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া এক সেনার মামলা আরও তদন্তের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

সামরিক প্রসিকিউটর কাবালা কাবুন্দি বলেন, “এই বিচারটি সেনাবাহিনী এবং জনগণের মধ্যে আস্থা পুনরুদ্ধারের জন্য অনুষ্ঠিত হয়েছিল। দোষী সাব্যস্তদের মধ্যে সবাই অপরাধী নয়, তারা পাঁচ দিনের মধ্যে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন।”

এদিকে, কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ-সংলগ্ন বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) নতুন করে হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে। এই হামলাটি কঙ্গোর উত্তর কিভু প্রদেশের দুটি স্থানে চালানো হয়, যেখানে বিদ্রোহীরা গ্রামগুলোর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং অনেক মানুষকে হত্যা করেছে।

এডিএফ দীর্ঘ সময় ধরে কঙ্গোর উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ সহিংসতা চালাচ্ছে, যা হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়েছে।