ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একাই ৭ উইকেট নিলেন তাসকিন

কুয়াশাচ্ছন্ন মিরপুর শেরে বাংলায় বল হাতে আগুন ঝরালেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেস তারকা আজ রেকর্ড ৭ উইকেট শিকার করেছেন। বিপিএলের ইতিহাসে এক ইনিংসে এটাই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। এতদিন ১৭ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ড ছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। তাসকিনের আগুনে বোলিংয়ের পরও ৯ উইকেটে ১৭৪ রান তুলেছে ঢাকা ক্যাপিটালস।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দিনের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে দুই ওপেনার লিটন দাস (০) আর তানজিদ হাসান তামিমকে (৯) তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদত হোসেন দিপু আর স্টিফেন এক্সিনজি ৪৭ বলে ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। স্টিফেন ২৯ বলে ৪৬ করেন। আর দিপু ৪১ বলে ৫০ রানে তাসকিনের তৃতীয় শিকার হন।

ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ছোট্ট একটা ঝড় তুলেছিলেন। তবে তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই তাসকিনের। একে একে তুলে নেন শুভাম রনজি (২৪), চতুরাঙ্গা ডি সিলভা (১), আলাউদ্দিন বাবু (১৩) এবং মুকিদুল ইসলামকে (০)। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারেই নিয়েছেন তিন উইকেট। বিপিএলের ইতিহাসে এটি ২১তম ৫ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা। চলতি আসরে প্রথম।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার এটি তৃতীয় ঘটনা। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদরুস। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার। এবার তাদের দলে যোগ দিলেন তাসকিন।

ট্যাগস :

একাই ৭ উইকেট নিলেন তাসকিন

আপডেট সময় ০৫:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

কুয়াশাচ্ছন্ন মিরপুর শেরে বাংলায় বল হাতে আগুন ঝরালেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেস তারকা আজ রেকর্ড ৭ উইকেট শিকার করেছেন। বিপিএলের ইতিহাসে এক ইনিংসে এটাই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। এতদিন ১৭ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ড ছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। তাসকিনের আগুনে বোলিংয়ের পরও ৯ উইকেটে ১৭৪ রান তুলেছে ঢাকা ক্যাপিটালস।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দিনের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে দুই ওপেনার লিটন দাস (০) আর তানজিদ হাসান তামিমকে (৯) তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদত হোসেন দিপু আর স্টিফেন এক্সিনজি ৪৭ বলে ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। স্টিফেন ২৯ বলে ৪৬ করেন। আর দিপু ৪১ বলে ৫০ রানে তাসকিনের তৃতীয় শিকার হন।

ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ছোট্ট একটা ঝড় তুলেছিলেন। তবে তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই তাসকিনের। একে একে তুলে নেন শুভাম রনজি (২৪), চতুরাঙ্গা ডি সিলভা (১), আলাউদ্দিন বাবু (১৩) এবং মুকিদুল ইসলামকে (০)। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারেই নিয়েছেন তিন উইকেট। বিপিএলের ইতিহাসে এটি ২১তম ৫ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা। চলতি আসরে প্রথম।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার এটি তৃতীয় ঘটনা। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদরুস। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার। এবার তাদের দলে যোগ দিলেন তাসকিন।