ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল Logo মুন্সিগঞ্জে কার্টুন খুলে মিললো নবজাতকের মরদেহ Logo গাজীপুরে ব্যবসায়ীকে আটকের পর র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ Logo ক‍্যান্টিন বয় দিয়ে হলে হলে প্রচারণা চালানোর অভিযোগ বাকেরের বিরুদ্ধে Logo সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১ Logo ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ Logo নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল Logo অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

ভোটার তালিকা খসড়া প্রকাশ আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • 140

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আছে। এগুলোর মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল। আর বাকি চার লাখ বিভিন্ন অফিসে এসে নিবন্ধন করেছেন। অর্থাৎ, খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার থাকতে পারে। এটা ১ জানুয়ারি থেকে সন্নিবেশ করা হবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এ তথ্য পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই নিবন্ধন শেষ করেন না। এই সংখ্যা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল

ভোটার তালিকা খসড়া প্রকাশ আজ

আপডেট সময় ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আছে। এগুলোর মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল। আর বাকি চার লাখ বিভিন্ন অফিসে এসে নিবন্ধন করেছেন। অর্থাৎ, খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার থাকতে পারে। এটা ১ জানুয়ারি থেকে সন্নিবেশ করা হবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এ তথ্য পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই নিবন্ধন শেষ করেন না। এই সংখ্যা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।