ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির Logo যশোরেও শেখ মুজিবের ম্যুরাল, ভাস্কর্য ও নামফলক ভাঙচুর Logo মধ্যরাতে ববির শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিল Logo রাষ্ট্রে হাসিনা সরকারের দোসরদের থাকা কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? ফজল আনসারী Logo ‘হাসিনা তার প্রভু রাষ্ট্রে পালিয়ে গিয়ে দেশে গুপ্ত হামলা চালাচ্ছে’ Logo সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ Logo বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিটাগাং কিংস Logo যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

শ্বশুরবাড়ি যাওয়ায় পথে সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

শ্বশুরবাড়ি যাওয়ায় পথে সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩৮) নামে এক সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার নূরিয়া স্কুল সংলগ্ন সড়কে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সদস্য ছিলেন।

জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ শেষে নাসির তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার হন। পথে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা ফরিদ গাজীর ছেলে মো. হাসান (২৩) ও মাহবুবের ছেলে রাব্বি (২৫) তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী দাবি করেন, অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তিনি বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের পতনের পরও এমন বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির

শ্বশুরবাড়ি যাওয়ায় পথে সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩৮) নামে এক সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার নূরিয়া স্কুল সংলগ্ন সড়কে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সদস্য ছিলেন।

জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ শেষে নাসির তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার হন। পথে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা ফরিদ গাজীর ছেলে মো. হাসান (২৩) ও মাহবুবের ছেলে রাব্বি (২৫) তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী দাবি করেন, অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তিনি বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের পতনের পরও এমন বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”