ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া চলমান একটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে ইটভাটাটি সিলগালা করা হয়।

এটি একটি অবৈধ ইটভাটা ছিল, যার লাইসেন্স বাতিল করা হয়েছিল এবং পরিবেশগত ছাড়পত্রও ছিল না। এছাড়া, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত হওয়ায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৯ অনুযায়ী এর কার্যক্রম ছিল অবৈধ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ফেনীর উপ পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, পুলিশ, সেনাবাহিনী, ফায়ারসার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের ফেনীর উপ পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি জানিয়েছেন, ফেনী জেলায় ৫৭টি অবৈধ ইটভাটা রয়েছে। এসব অবৈধ ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে এবং এসব ইটভাটাগুলো পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমা করবে জুবায়েরপন্থীরা

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় ১০:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া চলমান একটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে ইটভাটাটি সিলগালা করা হয়।

এটি একটি অবৈধ ইটভাটা ছিল, যার লাইসেন্স বাতিল করা হয়েছিল এবং পরিবেশগত ছাড়পত্রও ছিল না। এছাড়া, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত হওয়ায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৯ অনুযায়ী এর কার্যক্রম ছিল অবৈধ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ফেনীর উপ পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, পুলিশ, সেনাবাহিনী, ফায়ারসার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের ফেনীর উপ পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি জানিয়েছেন, ফেনী জেলায় ৫৭টি অবৈধ ইটভাটা রয়েছে। এসব অবৈধ ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে এবং এসব ইটভাটাগুলো পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।