ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চলতি মাসের ২৪ দিনে এল ২২৫ কোটি ডলার রেমিট্যান্স Logo কুমারখালী সাহিত্য সংসদের আয়োজন জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী পালন Logo কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন Logo বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন: আমেরিকা Logo সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা Logo হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান Logo মধুপুর শালবনে আবারও শাল গাছ ফেরত আনার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার Logo ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান Logo ‘পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা’ Logo ‘স্বৈরাচার সকল ছিদ্র বন্ধ করলেও পতনের ছিদ্র বন্ধ করতে পারে না’

বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। তার মতে, এই চক্রান্তের কারণেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছয় বছর ধরে কারাবন্দি ছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলছি, চক্রান্ত আবার শুরু হয়েছে। যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চায়। ইতিহাসে এ ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনো সমর্থন দেবে না।

বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলেও আর দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এ দেশের মানুষের জনগণের রাজনীতি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে।

তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান করে তিনি বলেন, ‘কালবিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘আমাদের সামনের যোদ্ধা তারা, ছাত্রদলকে এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। আমাদের একটা সাইবার ওয়ার্ক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে।

এটা যদি আমরা না করতে পারি, তাহলে এ যুদ্ধে আমরা হেরে যাব। ছাত্রদল নেতাকর্মীদের অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তৎপরতা বাড়ানোর অনুরোধ করে তিনি বলেন, ‘দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মেধা ও মনন দিয়ে তাদের পরাজিত করতে পারব বলে বিশ্বাস রাখি।

জনপ্রিয় সংবাদ

চলতি মাসের ২৪ দিনে এল ২২৫ কোটি ডলার রেমিট্যান্স

বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। তার মতে, এই চক্রান্তের কারণেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছয় বছর ধরে কারাবন্দি ছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলছি, চক্রান্ত আবার শুরু হয়েছে। যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চায়। ইতিহাসে এ ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনো সমর্থন দেবে না।

বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলেও আর দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এ দেশের মানুষের জনগণের রাজনীতি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে।

তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান করে তিনি বলেন, ‘কালবিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘আমাদের সামনের যোদ্ধা তারা, ছাত্রদলকে এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। আমাদের একটা সাইবার ওয়ার্ক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে।

এটা যদি আমরা না করতে পারি, তাহলে এ যুদ্ধে আমরা হেরে যাব। ছাত্রদল নেতাকর্মীদের অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তৎপরতা বাড়ানোর অনুরোধ করে তিনি বলেন, ‘দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মেধা ও মনন দিয়ে তাদের পরাজিত করতে পারব বলে বিশ্বাস রাখি।