ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে মুক্ত করেছেন আল্লাহ-মসজিদুল আকসার খতিব

ফিলিস্তিনের মসজিদুল আকসার খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী বলেছেন, বাংলাদেশের অনেক আলেম-ওলামাকে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন ও জুলুম করা হয়েছে। মিথ্যা অপবাদে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা সেই জুলুম-নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন ফিলিস্তিনে বছরের পর বছর মুলমানরা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। মুসলমানদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আমি আমার দেশ ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন।

তিনি আরও বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার খতিবের দায়িত্ব পালন করছি। আমি আল্লাহর রাসুল (সা.)-এর সর্বকনিষ্ঠ চাচা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বংশধর। আমি বাংলাদেশের ওপর আল্লাহ তায়ালার শান্তি বর্ষণের দোয়া করছি।

বক্তব্যে শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ তায়ালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, পালনকর্তা নেই। তিনি সিরিয়া প্রসঙ্গে বলেন, প্রায় ৫০ বছরের ওপর সিরিয়াবাসীর ওপর জুলুম-নির্যাতন চলে আসছিল, আল্লাহর রহমতে সিরিয়াতে জুলুম দূর হয়েছে। সিরিয়াবাসীর ওপর আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়েছে। ইনশাল্লাহ ফিলিস্তিনও একদিন মুক্তি লাভ করবে।

এর আগে ১৭৫ হাফেজকে পাগড়ি প্রদান ও চার আন্তর্জাতিক ক্বারীকে ক্রেস্ট, পাগড়ি ও সম্মাননা দেওয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. আনিছুর রহমান।

মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কোরাইশী কাসেমী। বিশেষ মেহমানের বক্তব্য দেন- সৌদি আরবের শায়েখ ওমর বিন আব্দুল লতিফ, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খয়রাবাদীসহ আরও অনেক আলেম-ওলামা।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে মুক্ত করেছেন আল্লাহ-মসজিদুল আকসার খতিব

আপডেট সময় ০৭:৪৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ফিলিস্তিনের মসজিদুল আকসার খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী বলেছেন, বাংলাদেশের অনেক আলেম-ওলামাকে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন ও জুলুম করা হয়েছে। মিথ্যা অপবাদে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা সেই জুলুম-নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন ফিলিস্তিনে বছরের পর বছর মুলমানরা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। মুসলমানদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আমি আমার দেশ ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন।

তিনি আরও বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার খতিবের দায়িত্ব পালন করছি। আমি আল্লাহর রাসুল (সা.)-এর সর্বকনিষ্ঠ চাচা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বংশধর। আমি বাংলাদেশের ওপর আল্লাহ তায়ালার শান্তি বর্ষণের দোয়া করছি।

বক্তব্যে শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ তায়ালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, পালনকর্তা নেই। তিনি সিরিয়া প্রসঙ্গে বলেন, প্রায় ৫০ বছরের ওপর সিরিয়াবাসীর ওপর জুলুম-নির্যাতন চলে আসছিল, আল্লাহর রহমতে সিরিয়াতে জুলুম দূর হয়েছে। সিরিয়াবাসীর ওপর আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়েছে। ইনশাল্লাহ ফিলিস্তিনও একদিন মুক্তি লাভ করবে।

এর আগে ১৭৫ হাফেজকে পাগড়ি প্রদান ও চার আন্তর্জাতিক ক্বারীকে ক্রেস্ট, পাগড়ি ও সম্মাননা দেওয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. আনিছুর রহমান।

মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কোরাইশী কাসেমী। বিশেষ মেহমানের বক্তব্য দেন- সৌদি আরবের শায়েখ ওমর বিন আব্দুল লতিফ, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খয়রাবাদীসহ আরও অনেক আলেম-ওলামা।