ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চলতি মাসের ২৪ দিনে এল ২২৫ কোটি ডলার রেমিট্যান্স Logo কুমারখালী সাহিত্য সংসদের আয়োজন জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী পালন Logo কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন Logo বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন: আমেরিকা Logo সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা Logo হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান Logo মধুপুর শালবনে আবারও শাল গাছ ফেরত আনার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার Logo ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান Logo ‘পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা’ Logo ‘স্বৈরাচার সকল ছিদ্র বন্ধ করলেও পতনের ছিদ্র বন্ধ করতে পারে না’

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি

শুভ ইংরেজি নববর্ষ। সবার আগে বিশ্বে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি।

সিএনএন-র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৫ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো বিশ্বের প্রথম এ দেশ যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে।

নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশটির।

কিরিবাতির পর নিউজিল্যান্ডের অকল্যান্ডও ১১টার সময় (জিএমটি) ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

নববর্ষ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতিতে অস্ট্রেলিয়াতেও আতশবাজির বিস্ফোরণ শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার সেতুও মধ্যরাতের আতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে উঠেছে।

এদিকে, কিছু দেশ সবার শেষে নববর্ষ উদযাপন করবে। এই তালিকায় রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপ। আন্তর্জাতিক সময় অনুযায়ী ১ জানুয়ারি দুপুর ১২টায় এই এলাকা দুটোয় ২০২৫ সালকে বরণের সুযোগ আসবে।

জনপ্রিয় সংবাদ

চলতি মাসের ২৪ দিনে এল ২২৫ কোটি ডলার রেমিট্যান্স

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি

আপডেট সময় ১০:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

শুভ ইংরেজি নববর্ষ। সবার আগে বিশ্বে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি।

সিএনএন-র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৫ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো বিশ্বের প্রথম এ দেশ যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে।

নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশটির।

কিরিবাতির পর নিউজিল্যান্ডের অকল্যান্ডও ১১টার সময় (জিএমটি) ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

নববর্ষ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতিতে অস্ট্রেলিয়াতেও আতশবাজির বিস্ফোরণ শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার সেতুও মধ্যরাতের আতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে উঠেছে।

এদিকে, কিছু দেশ সবার শেষে নববর্ষ উদযাপন করবে। এই তালিকায় রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপ। আন্তর্জাতিক সময় অনুযায়ী ১ জানুয়ারি দুপুর ১২টায় এই এলাকা দুটোয় ২০২৫ সালকে বরণের সুযোগ আসবে।