২০২৪ সালের শেষ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্য দিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এক লাখ ৪০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু মোকাবিলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।