ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সর্বকালের রেকর্ড ভাঙল মেলবোর্নে দর্শক উপস্থিতি

সর্বকালের রেকর্ড ভাঙল মেলবোর্নে দর্শক উপস্থিতি

মেলবোর্ন টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে খেলার সঙ্গে ইতিহাস গড়েছে দর্শক উপস্থিতিও। ৮৭ বছরের পুরনো দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে এই ম্যাচে।

১৯৩৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। এটি এতদিন টেস্ট ক্রিকেটে দর্শক সংখ্যার সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে এবারের বক্সিং ডে টেস্টে পাঁচ দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন মোট ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন দর্শক।

প্রথম দিন মাঠে এসেছিলেন ৮৭ হাজার ২৪২ জন, দ্বিতীয় দিনে ৮৫ হাজার ১৪৭ জন, তৃতীয় দিনে ৮৩ হাজার ৭৩ জন, চতুর্থ দিনে ৪৩ হাজার ৮৬৭ জন এবং পঞ্চম দিনে ৭৪ হাজার ৩৬২ জন দর্শক। পঞ্চম দিন সকালেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয় যে, মাঠে উপস্থিত ৫১ হাজার ৩৭১ জন দর্শকের মাধ্যমে ১৯৩৭ সালের রেকর্ড ভেঙে গেছে।

১৯৩৭ সালের ঐতিহাসিক ম্যাচটি ছিল ছয়দিনের এবং এতে অংশ নিয়েছিলেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। সেই সময়ের ছয় দিনে সাড়ে ৩ লাখ দর্শক মাঠে এসেছিলেন। তবে ২০২৪ সালের এই পাঁচদিনের মেলবোর্ন টেস্টে নতুন রেকর্ড গড়ে ক্রিকেটপ্রেমীরা দেখিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেটের প্রতি তাদের অগাধ ভালোবাসা।

ট্যাগস :

শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি: আব্দুস সালাম 

সর্বকালের রেকর্ড ভাঙল মেলবোর্নে দর্শক উপস্থিতি

আপডেট সময় ০৯:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

মেলবোর্ন টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে খেলার সঙ্গে ইতিহাস গড়েছে দর্শক উপস্থিতিও। ৮৭ বছরের পুরনো দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে এই ম্যাচে।

১৯৩৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। এটি এতদিন টেস্ট ক্রিকেটে দর্শক সংখ্যার সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে এবারের বক্সিং ডে টেস্টে পাঁচ দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন মোট ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন দর্শক।

প্রথম দিন মাঠে এসেছিলেন ৮৭ হাজার ২৪২ জন, দ্বিতীয় দিনে ৮৫ হাজার ১৪৭ জন, তৃতীয় দিনে ৮৩ হাজার ৭৩ জন, চতুর্থ দিনে ৪৩ হাজার ৮৬৭ জন এবং পঞ্চম দিনে ৭৪ হাজার ৩৬২ জন দর্শক। পঞ্চম দিন সকালেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয় যে, মাঠে উপস্থিত ৫১ হাজার ৩৭১ জন দর্শকের মাধ্যমে ১৯৩৭ সালের রেকর্ড ভেঙে গেছে।

১৯৩৭ সালের ঐতিহাসিক ম্যাচটি ছিল ছয়দিনের এবং এতে অংশ নিয়েছিলেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। সেই সময়ের ছয় দিনে সাড়ে ৩ লাখ দর্শক মাঠে এসেছিলেন। তবে ২০২৪ সালের এই পাঁচদিনের মেলবোর্ন টেস্টে নতুন রেকর্ড গড়ে ক্রিকেটপ্রেমীরা দেখিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেটের প্রতি তাদের অগাধ ভালোবাসা।