ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী Logo গাইবান্ধা নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক অবশেষে বিয়ে Logo যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ Logo পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে মুনিরীয়ার পীরের পুকুর ভরাট Logo নাটোর-০২ আসনে বিএনপিতে দুগ্রুপের কোন্দল, মাঠ গোছাচ্ছে জামায়াত Logo গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর স্বরূপ সাহিত্যের সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান Logo ‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আ. লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ Logo আন্তর্জাতিক অলিম্পিয়াডে পুরস্কার অর্জন করেন কুষ্টিয়ার মস্তাহসিন Logo লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা

সামনে আরেকটি বড় যুদ্ধ অপেক্ষা করছে: তারেক রহমান

সামনে আরেকটি বড় যুদ্ধ অপেক্ষা করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচারমুক্ত উল্লেখ করে বলেন, ‘এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কী সেই যুদ্ধ, যে সংগ্রাম, যে আন্দোলন বিগত ১৬ বছর যাবৎ এ দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নেতাকর্মীরা করেছিলেন মানুষের সহযোগিতা নিয়ে, যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।’

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের আয়োজনে ২০১৪ সালের ১৮ জানুয়ারি র‌্যাবের ক্রসফায়ারে নিহত নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘এই গোলাম রব্বানীরা যাঁরা শহীদ হয়েছেন, যাঁরা নিজের জীবন দিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। বাকস্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। যে গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে, গোলম রব্বানী শুধু একজন নয়। গত ১৬ বছরের যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আগস্ট মাসের ৫ তারিখে, সেই স্বৈরাচার গত ১৬ বছরে সারা বাংলাদেশে হাজারো গোলাম রব্বানীকে হত্যা করেছে।

লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। পালিয়ে যাওয়ার কয়েক দিন আগেও সেই স্বৈরাচার প্রায় দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে। ক্ষমতা ধরে রাখতে প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষকে বিভিন্নভাবে জখম করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘আজকে মানুষের প্রত্যাশার কারণে অন্তর্বর্তী সরকারকে বিএনপিও সমর্থন করেছে।

কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যায়, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে বলেন, ‘ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কেন? শ্রমিক অসন্তোষ হচ্ছে কেন? জিনিসপত্রের দাম কমাতে পারছেন না? সোনালি মুরগির দাম মাত্র দুই দিনে ৩০ টাকা, ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বাড়বে কেন?

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী

সামনে আরেকটি বড় যুদ্ধ অপেক্ষা করছে: তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচারমুক্ত উল্লেখ করে বলেন, ‘এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কী সেই যুদ্ধ, যে সংগ্রাম, যে আন্দোলন বিগত ১৬ বছর যাবৎ এ দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নেতাকর্মীরা করেছিলেন মানুষের সহযোগিতা নিয়ে, যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।’

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের আয়োজনে ২০১৪ সালের ১৮ জানুয়ারি র‌্যাবের ক্রসফায়ারে নিহত নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘এই গোলাম রব্বানীরা যাঁরা শহীদ হয়েছেন, যাঁরা নিজের জীবন দিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। বাকস্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। যে গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে, গোলম রব্বানী শুধু একজন নয়। গত ১৬ বছরের যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আগস্ট মাসের ৫ তারিখে, সেই স্বৈরাচার গত ১৬ বছরে সারা বাংলাদেশে হাজারো গোলাম রব্বানীকে হত্যা করেছে।

লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। পালিয়ে যাওয়ার কয়েক দিন আগেও সেই স্বৈরাচার প্রায় দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে। ক্ষমতা ধরে রাখতে প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষকে বিভিন্নভাবে জখম করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘আজকে মানুষের প্রত্যাশার কারণে অন্তর্বর্তী সরকারকে বিএনপিও সমর্থন করেছে।

কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যায়, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে বলেন, ‘ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কেন? শ্রমিক অসন্তোষ হচ্ছে কেন? জিনিসপত্রের দাম কমাতে পারছেন না? সোনালি মুরগির দাম মাত্র দুই দিনে ৩০ টাকা, ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বাড়বে কেন?