ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ

ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ব্যানারে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

এ সময় তারা ‘জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দুই গালে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “জুলাই আন্দোলনের গ্রাফিতি যারা মুছে দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আজ আমরা দেখেছি, শেখ হাসিনার প্রতি মানুষের যে ক্ষোভ সেটা আবার নতুন করে দেশবাসী দেখল। খুনী হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি বাকশালী মুজিবের যে ঘৃণাস্তম্ভ ছিল সেটাও ফিরিয়ে আনতে হবে।”

রিকশাওয়ালা শহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশে এখন আর কোন স্বৈরাচার নাই। এখন কত আনন্দে আছি। শেখ হাসিনার নামে যত মামলা আছে, তার প্রত্যেকটিতে হাসিনার ফাঁসি হবে। এজন্য ভারত হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না।”

গত ২৮ ডিসেম্বর এনএসআই এর অনুরোধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতিতে জুলাই আন্দোলনের অন্যতম স্মৃতি ঘৃণাস্তম্ভটি থেকে শেখ হাসিনার গ্রাফিতির কিয়দংশ মুছে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। পরে শিক্ষার্থীদের চাপের রবিবার রাতে শেখ হাসিনার এ প্রতিকৃতিটি বিশ্ববিদ্যালয়ের খরচে পুনরায় অঙ্কন করা হয়।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ

আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ব্যানারে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

এ সময় তারা ‘জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দুই গালে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “জুলাই আন্দোলনের গ্রাফিতি যারা মুছে দিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আজ আমরা দেখেছি, শেখ হাসিনার প্রতি মানুষের যে ক্ষোভ সেটা আবার নতুন করে দেশবাসী দেখল। খুনী হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি বাকশালী মুজিবের যে ঘৃণাস্তম্ভ ছিল সেটাও ফিরিয়ে আনতে হবে।”

রিকশাওয়ালা শহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশে এখন আর কোন স্বৈরাচার নাই। এখন কত আনন্দে আছি। শেখ হাসিনার নামে যত মামলা আছে, তার প্রত্যেকটিতে হাসিনার ফাঁসি হবে। এজন্য ভারত হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না।”

গত ২৮ ডিসেম্বর এনএসআই এর অনুরোধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতিতে জুলাই আন্দোলনের অন্যতম স্মৃতি ঘৃণাস্তম্ভটি থেকে শেখ হাসিনার গ্রাফিতির কিয়দংশ মুছে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। পরে শিক্ষার্থীদের চাপের রবিবার রাতে শেখ হাসিনার এ প্রতিকৃতিটি বিশ্ববিদ্যালয়ের খরচে পুনরায় অঙ্কন করা হয়।