ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে: জামায়াতের আমির

দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে : জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক দখলের অভিযোগ সত্য নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী এই ব্যাংক দখল করেনি, বরং ডাকাতের বেশে নতুন একটি চক্র ৫ আগস্টের পর ব্যাংক দখলের চেষ্টা করেছিল, কিন্তু তারা পালিয়ে গেছে। ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে এসেছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কোনো জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না। এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে, যেখানে নারীরা স্বেচ্ছায় পর্দা করার সুযোগ পাবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশকে সাজানো বাগানের মতো করে গড়ে তুলতে চায়। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না, কাউকে অন্যায়ভাবে শোষণ বা জুলুমের শিকার হতে হবে না।

জনপ্রিয় সংবাদ

ইতরামির একটা সীমা আছে: পুলিশকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে: জামায়াতের আমির

আপডেট সময় ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক দখলের অভিযোগ সত্য নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী এই ব্যাংক দখল করেনি, বরং ডাকাতের বেশে নতুন একটি চক্র ৫ আগস্টের পর ব্যাংক দখলের চেষ্টা করেছিল, কিন্তু তারা পালিয়ে গেছে। ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে এসেছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কোনো জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না। এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে, যেখানে নারীরা স্বেচ্ছায় পর্দা করার সুযোগ পাবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশকে সাজানো বাগানের মতো করে গড়ে তুলতে চায়। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না, কাউকে অন্যায়ভাবে শোষণ বা জুলুমের শিকার হতে হবে না।