ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, “এ দেশটি আমাদের সবার। আমরা আর দেশকে ভাগ হতে দিতে চাই না। সব দল, সব ধর্ম একত্রে দেশটাকে ফুলের বাগান বানাতে চাই।” গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান আরও বলেন, “সরকার ১৭ বছর বয়সীদের ভোটার করার পরিকল্পনা করছে। আমরা তাদের ভোটের অধিকার দিয়ে পুরস্কৃত করতে চাই।” তিনি বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় ঐক্যের কথা তুলে ধরে বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় একসঙ্গে মিলেমিশে এখানে বসবাস করছি।”
তবে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ অপশক্তি বিগত সময়ে দেশকে বিভক্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তিনি বলেন, “এ শক্তি ক্ষমতায় থেকে সংখ্যাগুরু-সংখ্যালঘুর মধ্যে বিভেদ লাগিয়ে রেখেছিল এবং এর দায় ইসলামপন্থী জনগণের ওপর চাপানোর চেষ্টা করেছে।”
পথসভায় জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) আবদুল হালিম, নীলফামারী জেলা আমির আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমির আব্দুল মুনতাকিম।