ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩ জানুয়ারির মধ্যে দেব’

আগামী ৩ জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ রোববার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের এ কথা জানান।

বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন তো স্টেকহোল্ডার। ওনাদের কাছে জানতে চাওয়া হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ওনাদের কোনো সুপারিশ আছে কি না।

সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকায় তরুণদের যুক্ত করার বিষয়ে কী সংস্কার প্রয়োজন তা তুলে ধরেছে ইসি। রোববার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন; সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগির দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু বিষয় আছে। যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার লিস্টের মধ্যে হয়ত যদি ইয়াংগার জেনারেশনকে আনতে চাই, কিছু পরিবর্তন আনতে হবে। সংস্কার নিয়ে তাদের (সংস্কার কমিশন) চিন্তাভাবনা রয়েছে।

সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়গুলো জানতে চাওয়া হয়নি। ইসির কী প্রয়োজন, সেগুলো বলা হয়েছে।

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব এবং প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার-এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় তো ১৬ ডিসেম্বর ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে এ বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থ করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে (নির্বাচন) যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩ জানুয়ারির মধ্যে দেব’

আপডেট সময় ০৯:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

আগামী ৩ জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ রোববার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের এ কথা জানান।

বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন তো স্টেকহোল্ডার। ওনাদের কাছে জানতে চাওয়া হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ওনাদের কোনো সুপারিশ আছে কি না।

সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকায় তরুণদের যুক্ত করার বিষয়ে কী সংস্কার প্রয়োজন তা তুলে ধরেছে ইসি। রোববার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন; সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগির দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু বিষয় আছে। যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার লিস্টের মধ্যে হয়ত যদি ইয়াংগার জেনারেশনকে আনতে চাই, কিছু পরিবর্তন আনতে হবে। সংস্কার নিয়ে তাদের (সংস্কার কমিশন) চিন্তাভাবনা রয়েছে।

সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়গুলো জানতে চাওয়া হয়নি। ইসির কী প্রয়োজন, সেগুলো বলা হয়েছে।

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব এবং প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার-এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় তো ১৬ ডিসেম্বর ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে এ বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থ করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে (নির্বাচন) যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।