ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির Logo যশোরেও শেখ মুজিবের ম্যুরাল, ভাস্কর্য ও নামফলক ভাঙচুর Logo মধ্যরাতে ববির শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিল Logo রাষ্ট্রে হাসিনা সরকারের দোসরদের থাকা কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? ফজল আনসারী Logo ‘হাসিনা তার প্রভু রাষ্ট্রে পালিয়ে গিয়ে দেশে গুপ্ত হামলা চালাচ্ছে’ Logo সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ Logo বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিটাগাং কিংস Logo যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

৫ আগস্ট না ঘটলে ওসি হতে পারতাম না,বিএনপির কর্মী সভায় ওসি

সম্প্রতি কুষ্টিয়ার খোকসায় বিএনপির কর্মী সভায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওসি বলেন, আমি ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার জানিপুর পাইলট হাইস্কুল মাঠে বিএনপির কর্মী সমাবেশে ওসি ওই বক্তব্য দেন।

তার দেওয়া বক্তব্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের সভা মঞ্চে উঠে ওসির এমন বক্তব্য প্রদানে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ওসি মঈনুল তার বক্তব্যে বলেন, গত ১৫-১৬ বছর আপনারা কোথায়, কীভাবে ছিলেন তা খুব ভালো করেই জানেন। অনেক কষ্ট করেছেন, ঠিকমতো আপনারা বাড়িতে থাকতে পারেন নি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল, আমাকে বাধ্য করা হয়েছে।

এসময় তিনি তিনি আরও বলেন, আপনারা আমাকে দেখে হয়তো বলেছেন, ইনি বড় বড় কথা বলে। আসলে আমিও ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি। অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে আপনারা আজ এ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। যে সুযোগ এসেছে তার সৎ ব্যবহার করেন। ১৫-১৬ বছর পরে আপনারা এক জায়গায় হতে পেরেছেন। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

এরপর রাজনৈতিক কর্মসূচী সুষ্ঠুভাবে পালনে উপস্থিত সকলকে আহবান জানান ওসি।

রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কোনো ঝামেলা কিংবা হট্টগোল করবেন না। আমার থানার সামনে অনুষ্ঠান, তাই এসেছি মনের টানে । আপনাদের সেবায় নিয়োজিত আছি। যথা সম্ভব আপনাদের সেবা প্রদান করবো। সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালন করুন, পুলিশ আপনাদের সার্বিক সহায়তা করবে।

এ বিষয়ে ওসি শেখ মঈনুল ইসলাম দাবি করেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকতে ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালনে তাদের দুটি কথা বলেছি মাত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির

৫ আগস্ট না ঘটলে ওসি হতে পারতাম না,বিএনপির কর্মী সভায় ওসি

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি কুষ্টিয়ার খোকসায় বিএনপির কর্মী সভায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওসি বলেন, আমি ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার জানিপুর পাইলট হাইস্কুল মাঠে বিএনপির কর্মী সমাবেশে ওসি ওই বক্তব্য দেন।

তার দেওয়া বক্তব্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের সভা মঞ্চে উঠে ওসির এমন বক্তব্য প্রদানে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ওসি মঈনুল তার বক্তব্যে বলেন, গত ১৫-১৬ বছর আপনারা কোথায়, কীভাবে ছিলেন তা খুব ভালো করেই জানেন। অনেক কষ্ট করেছেন, ঠিকমতো আপনারা বাড়িতে থাকতে পারেন নি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল, আমাকে বাধ্য করা হয়েছে।

এসময় তিনি তিনি আরও বলেন, আপনারা আমাকে দেখে হয়তো বলেছেন, ইনি বড় বড় কথা বলে। আসলে আমিও ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি। অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে আপনারা আজ এ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। যে সুযোগ এসেছে তার সৎ ব্যবহার করেন। ১৫-১৬ বছর পরে আপনারা এক জায়গায় হতে পেরেছেন। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

এরপর রাজনৈতিক কর্মসূচী সুষ্ঠুভাবে পালনে উপস্থিত সকলকে আহবান জানান ওসি।

রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কোনো ঝামেলা কিংবা হট্টগোল করবেন না। আমার থানার সামনে অনুষ্ঠান, তাই এসেছি মনের টানে । আপনাদের সেবায় নিয়োজিত আছি। যথা সম্ভব আপনাদের সেবা প্রদান করবো। সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালন করুন, পুলিশ আপনাদের সার্বিক সহায়তা করবে।

এ বিষয়ে ওসি শেখ মঈনুল ইসলাম দাবি করেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকতে ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালনে তাদের দুটি কথা বলেছি মাত্র।