ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই নেতাকে বহিষ্কার Logo জাকসুতে কর্মী সংকটে প্যানেল ঘোষণা করতে পারছে না বামপন্থী ছাত্রসংগঠনগুলো Logo আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব

৫ আগস্ট না ঘটলে ওসি হতে পারতাম না,বিএনপির কর্মী সভায় ওসি

সম্প্রতি কুষ্টিয়ার খোকসায় বিএনপির কর্মী সভায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওসি বলেন, আমি ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার জানিপুর পাইলট হাইস্কুল মাঠে বিএনপির কর্মী সমাবেশে ওসি ওই বক্তব্য দেন।

তার দেওয়া বক্তব্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের সভা মঞ্চে উঠে ওসির এমন বক্তব্য প্রদানে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ওসি মঈনুল তার বক্তব্যে বলেন, গত ১৫-১৬ বছর আপনারা কোথায়, কীভাবে ছিলেন তা খুব ভালো করেই জানেন। অনেক কষ্ট করেছেন, ঠিকমতো আপনারা বাড়িতে থাকতে পারেন নি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল, আমাকে বাধ্য করা হয়েছে।

এসময় তিনি তিনি আরও বলেন, আপনারা আমাকে দেখে হয়তো বলেছেন, ইনি বড় বড় কথা বলে। আসলে আমিও ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি। অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে আপনারা আজ এ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। যে সুযোগ এসেছে তার সৎ ব্যবহার করেন। ১৫-১৬ বছর পরে আপনারা এক জায়গায় হতে পেরেছেন। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

এরপর রাজনৈতিক কর্মসূচী সুষ্ঠুভাবে পালনে উপস্থিত সকলকে আহবান জানান ওসি।

রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কোনো ঝামেলা কিংবা হট্টগোল করবেন না। আমার থানার সামনে অনুষ্ঠান, তাই এসেছি মনের টানে । আপনাদের সেবায় নিয়োজিত আছি। যথা সম্ভব আপনাদের সেবা প্রদান করবো। সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালন করুন, পুলিশ আপনাদের সার্বিক সহায়তা করবে।

এ বিষয়ে ওসি শেখ মঈনুল ইসলাম দাবি করেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকতে ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালনে তাদের দুটি কথা বলেছি মাত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই নেতাকে বহিষ্কার

৫ আগস্ট না ঘটলে ওসি হতে পারতাম না,বিএনপির কর্মী সভায় ওসি

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি কুষ্টিয়ার খোকসায় বিএনপির কর্মী সভায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওসি বলেন, আমি ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার জানিপুর পাইলট হাইস্কুল মাঠে বিএনপির কর্মী সমাবেশে ওসি ওই বক্তব্য দেন।

তার দেওয়া বক্তব্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের সভা মঞ্চে উঠে ওসির এমন বক্তব্য প্রদানে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ওসি মঈনুল তার বক্তব্যে বলেন, গত ১৫-১৬ বছর আপনারা কোথায়, কীভাবে ছিলেন তা খুব ভালো করেই জানেন। অনেক কষ্ট করেছেন, ঠিকমতো আপনারা বাড়িতে থাকতে পারেন নি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল, আমাকে বাধ্য করা হয়েছে।

এসময় তিনি তিনি আরও বলেন, আপনারা আমাকে দেখে হয়তো বলেছেন, ইনি বড় বড় কথা বলে। আসলে আমিও ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি। অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে আপনারা আজ এ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। যে সুযোগ এসেছে তার সৎ ব্যবহার করেন। ১৫-১৬ বছর পরে আপনারা এক জায়গায় হতে পেরেছেন। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

এরপর রাজনৈতিক কর্মসূচী সুষ্ঠুভাবে পালনে উপস্থিত সকলকে আহবান জানান ওসি।

রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কোনো ঝামেলা কিংবা হট্টগোল করবেন না। আমার থানার সামনে অনুষ্ঠান, তাই এসেছি মনের টানে । আপনাদের সেবায় নিয়োজিত আছি। যথা সম্ভব আপনাদের সেবা প্রদান করবো। সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালন করুন, পুলিশ আপনাদের সার্বিক সহায়তা করবে।

এ বিষয়ে ওসি শেখ মঈনুল ইসলাম দাবি করেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকতে ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালনে তাদের দুটি কথা বলেছি মাত্র।