ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করার আহব্বান সেলিম উদ্দিনের Logo শিক্ষা ও আইন উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিব Logo সমাবেশে নিহত রংপুরের শাহআলমের বাসায় যাচ্ছেন আমীরে জামায়াত Logo বার্ন ইউনিটে যাদের অভিভাবক পাওয়া যাচ্ছে না,সবাই জীবিত Logo চাঁদাবাজি প্রতিবাদ করায় ছাত্রশিবির কর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা আহত ২২, গুলিবিদ্ধ ৩ Logo হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ Logo হতাহতের সংখ্যা গোপনের দাবি সঠিক নয় : প্রেস উইং Logo আজ একদিনের রাষ্ট্রীয় শোকে Logo বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু Logo উত্তরায় বিমান বিধ্বস্ত হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া

চাঁদাবাজির বাঁধা দেওয়া ছাত্রদল নেতাকে কোপালেন বিএনপি নেতা

স্পিডবোট ঘাট ও ড্রেজারের চাঁদাবাজিরসময় বাধা দেওয়া ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছেন বিএনপির এক নেতা।
শুক্রবার(২৭ ডিসেম্বের) রাতে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সিকদারকে কুপিয়ে জখম করে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ আহমেদ।

আহত মো. রেজাউল শিকদার চরবাড়িয়া ইউনিয়নের লামছরি গ্রামের ইসমাইল হোসেন শিকদারের ছেলে। এ ঘটনায় রেজাউল শিকদারের ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজ্জাদ বাদী হয়ে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শহিদুল ইসলাম সাজ্জাদ বলেন, ৫ আগস্টের পর থেকে চর্বারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ ও তার ভাই রমিজ আহমেদ ইউনিয়নে দিয়ে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করছে। একইসঙ্গে অবৈধ হওয়া সত্ত্বেও তালতলী বন্দর থেকে মেহেন্দিগঞ্জের পাতারহাট পর্যন্ত স্পিডবোট চলাচল শুরু করেছেন তারা। এ ঘটনার প্রতিবাদ করায় সুরুজ তার ভাই রমিজ এবং তাদের অনুসারীরা হাতুড়িপেটা এবং চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর দিলে আমরা রেজাউলকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।

চর্বারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন বলেন, আগস্ট মাসে যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপরে হামলা করেছে তাদের সঙ্গে নিয়ে সুরুজ ও তার ভাই রমিজ চরবারিয়া ইউনিয়নে বালুর ব্যবসা স্পিড বোর্ড ঘাট নিয়ন্ত্রণ করছেন। এই ঘটনার প্রতিবাদ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সকলেই করেছে। রেজাউলকে একা পেয়ে শুক্রবার রাতে সুরুজ ও তার ভাই রমিজ এবং তাদের অনুসারীরা বেধড়ক হাতুড়িপেটা এবং কুপিয়ে জখম করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। অভিযুক্ত সুরুজ বলেন, রেজাউল প্রথমে তাদের ওপর হামলা করেছে।পরে তারা ওই হামলার প্রতিবাদ জানিয়েছেন।

কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশনস) সুমন কুমার আইস বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া মেডিক্যালে গিয়ে চিকিৎসাধীন রেজাউলের বক্তব্য নিয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই শহিদুল ইসলাম সাজ্জাদ একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি আমলে নিয়েছি।শিগগিরই এফআইআর হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করার আহব্বান সেলিম উদ্দিনের

চাঁদাবাজির বাঁধা দেওয়া ছাত্রদল নেতাকে কোপালেন বিএনপি নেতা

আপডেট সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

স্পিডবোট ঘাট ও ড্রেজারের চাঁদাবাজিরসময় বাধা দেওয়া ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছেন বিএনপির এক নেতা।
শুক্রবার(২৭ ডিসেম্বের) রাতে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সিকদারকে কুপিয়ে জখম করে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ আহমেদ।

আহত মো. রেজাউল শিকদার চরবাড়িয়া ইউনিয়নের লামছরি গ্রামের ইসমাইল হোসেন শিকদারের ছেলে। এ ঘটনায় রেজাউল শিকদারের ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজ্জাদ বাদী হয়ে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শহিদুল ইসলাম সাজ্জাদ বলেন, ৫ আগস্টের পর থেকে চর্বারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ ও তার ভাই রমিজ আহমেদ ইউনিয়নে দিয়ে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করছে। একইসঙ্গে অবৈধ হওয়া সত্ত্বেও তালতলী বন্দর থেকে মেহেন্দিগঞ্জের পাতারহাট পর্যন্ত স্পিডবোট চলাচল শুরু করেছেন তারা। এ ঘটনার প্রতিবাদ করায় সুরুজ তার ভাই রমিজ এবং তাদের অনুসারীরা হাতুড়িপেটা এবং চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর দিলে আমরা রেজাউলকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।

চর্বারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন বলেন, আগস্ট মাসে যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপরে হামলা করেছে তাদের সঙ্গে নিয়ে সুরুজ ও তার ভাই রমিজ চরবারিয়া ইউনিয়নে বালুর ব্যবসা স্পিড বোর্ড ঘাট নিয়ন্ত্রণ করছেন। এই ঘটনার প্রতিবাদ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সকলেই করেছে। রেজাউলকে একা পেয়ে শুক্রবার রাতে সুরুজ ও তার ভাই রমিজ এবং তাদের অনুসারীরা বেধড়ক হাতুড়িপেটা এবং কুপিয়ে জখম করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। অভিযুক্ত সুরুজ বলেন, রেজাউল প্রথমে তাদের ওপর হামলা করেছে।পরে তারা ওই হামলার প্রতিবাদ জানিয়েছেন।

কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশনস) সুমন কুমার আইস বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া মেডিক্যালে গিয়ে চিকিৎসাধীন রেজাউলের বক্তব্য নিয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই শহিদুল ইসলাম সাজ্জাদ একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি আমলে নিয়েছি।শিগগিরই এফআইআর হবে।