ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না: আইন উপদেষ্টা

জুলাই বিপ্লবের সময়ে সংগঠিত গণহত্যার বিচারে কোনো রকম গাফিলতি হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐক্য সংস্কার নির্বাচন’ নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে তিনি এ কথা বলেন।

শূন্য হাতে ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, সব সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে। গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো লোকগুলো কীভাবে পালিয়ে গেল সেই উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলা জায়েজ হয়ে গিয়েছিল’

জুলাই গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

জুলাই বিপ্লবের সময়ে সংগঠিত গণহত্যার বিচারে কোনো রকম গাফিলতি হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐক্য সংস্কার নির্বাচন’ নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে তিনি এ কথা বলেন।

শূন্য হাতে ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, সব সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে। গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো লোকগুলো কীভাবে পালিয়ে গেল সেই উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।