সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে সরকারের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দিতে চায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই হিসাবে পরের বছরের ৩১ জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করতে চায় ইমরানের খানের দল।
বৃহস্পতিবার এ নিয়ে ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজা বলেন, রাজনৈতিক উত্তেজনা কমানোর লক্ষ্যে সংলাপ শেষ করতে পিটিআই সরকারকে জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিচ্ছে।
আনুষ্ঠানিকভাবে সরকারি কমিটিকে ২ জানুয়ারি আমাদের বৈঠকে এই সময়সীমা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে। ওমর আইয়ুব ও আসাদ কায়সারের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআইয়ের আলোচনা দলের মুখপাত্র হামিদ রাজা এ মন্তব্য করেন। ডন।