ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বসস্তে নিহত ৪০

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপর বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবার সদস্যরা এখন দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে জীবিতদের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের দিকে উড়ে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে এটি অন্য দিকে ঘুরিয়ে দেয়া হয়।

তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অন্যায়-সিন্ডিকেট-চাঁদাবাজি দেখলেই আমরা তা উপড়ে ফেলব : সারজিস আলম

কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বসস্তে নিহত ৪০

আপডেট সময় ০৬:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপর বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবার সদস্যরা এখন দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে জীবিতদের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের দিকে উড়ে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে এটি অন্য দিকে ঘুরিয়ে দেয়া হয়।

তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য।