ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩ Logo কাতারের পথে প্রধান উপদেষ্টা Logo উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা Logo চানখারপুলে গণহত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন Logo জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার Logo নেত্রকোনায় ভাই-ভাতিজার পিটুনিতে আ. লীগ নেতার মৃত্যু Logo ঢাকা বিভাগে আজ প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ Logo সংস্কারের মূল উদ্দেশ্য হলো ফ্যাসীবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রিয়াজ

বাগেরহাটে জামায়াতের বেড়িবাঁধ নির্মাণ

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পানিঘাট এলাকায় জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার উদ্যোগে ১ কিলোমিটার লম্বা ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে ।

আজ বুধবার ( ২৫ ডিসেম্বর) সদর থানার আমির মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে প্রায় ২০০ সেচ্ছাসেবী ও বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীর অংশ গ্রহণে একাজ সম্পন্ন হয়।

ভেড়িবাঁধ পরিদর্শনকালে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অগ্রাধিকার। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের কাজের মূল লক্ষ্য। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করি এবং মানবসেবাকে ইবাদত হিসেবে দেখি। দেশের প্রতিটি অঞ্চলে আমরা এ চেতনাকে ধারণ করে কাজ করছি। বাগেরহাটের এই ভেড়িবাঁধ নির্মাণ আমাদের সেই ধারাবাহিকতার অংশ।

সদর থানা আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলী বলেন, এলাকার মানুষ বছরের পর বছর ধরে পানিতে ভুগছিলেন। স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল একত্র হয়ে এই কাজ সম্পন্ন করেছে, যা এখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সাহায্য করবে।

স্থানীয় বাসিন্দা কৃষক  আব্দুর রহমান  বলেন, বাঁধ না থাকায় বৃষ্টি বা জোয়ার হলে আমাদের জমি ও বসতবাড়ি বারবার তলিয়ে যেত। এখন বাঁধ হওয়ায় আমাদের দুশ্চিন্তা অনেকটা কমবে। আমরা জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা  সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন, ষাটগম্বুজ ইউনিয়নের আমির মাওলানা হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়নের আমির মাওলানা শেখ মুরাদ আলী এবং বিষ্ণুপুর ইউনিয়নের আমির সাইদুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বাঁধ না থাকায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিতে প্লাবিত হয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।স্থানীয় বাসিন্দাদের কাছে এই ভেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। জামায়াতে ইসলামী এ ধরনের কাজের মাধ্যমে নিজেদের মানবিক ভূমিকা আরও সুদৃঢ় করছে বলেও মনে করছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটে জামায়াতের বেড়িবাঁধ নির্মাণ

আপডেট সময় ০৫:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পানিঘাট এলাকায় জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার উদ্যোগে ১ কিলোমিটার লম্বা ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে ।

আজ বুধবার ( ২৫ ডিসেম্বর) সদর থানার আমির মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে প্রায় ২০০ সেচ্ছাসেবী ও বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীর অংশ গ্রহণে একাজ সম্পন্ন হয়।

ভেড়িবাঁধ পরিদর্শনকালে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অগ্রাধিকার। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের কাজের মূল লক্ষ্য। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করি এবং মানবসেবাকে ইবাদত হিসেবে দেখি। দেশের প্রতিটি অঞ্চলে আমরা এ চেতনাকে ধারণ করে কাজ করছি। বাগেরহাটের এই ভেড়িবাঁধ নির্মাণ আমাদের সেই ধারাবাহিকতার অংশ।

সদর থানা আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলী বলেন, এলাকার মানুষ বছরের পর বছর ধরে পানিতে ভুগছিলেন। স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল একত্র হয়ে এই কাজ সম্পন্ন করেছে, যা এখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সাহায্য করবে।

স্থানীয় বাসিন্দা কৃষক  আব্দুর রহমান  বলেন, বাঁধ না থাকায় বৃষ্টি বা জোয়ার হলে আমাদের জমি ও বসতবাড়ি বারবার তলিয়ে যেত। এখন বাঁধ হওয়ায় আমাদের দুশ্চিন্তা অনেকটা কমবে। আমরা জামায়াত নেতাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা  সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন, ষাটগম্বুজ ইউনিয়নের আমির মাওলানা হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়নের আমির মাওলানা শেখ মুরাদ আলী এবং বিষ্ণুপুর ইউনিয়নের আমির সাইদুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বাঁধ না থাকায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিতে প্লাবিত হয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।স্থানীয় বাসিন্দাদের কাছে এই ভেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। জামায়াতে ইসলামী এ ধরনের কাজের মাধ্যমে নিজেদের মানবিক ভূমিকা আরও সুদৃঢ় করছে বলেও মনে করছেন তারা।