বগুড়ার শাজাহানপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াদুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ওসির স্ব স্ব দফতরে যেয়ে এই সাক্ষাৎ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমিন, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন।
সাক্ষাৎ শেষে ইউএনও এবং ওসির হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকাশনী সামগ্রী উপহার তুলে দেন তারা।