ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো 

নড়াইল জেলার ওপর দিয়ে এই প্রথম ট্রেন গেল। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইলে ৪ মিনিটের যাত্রাবিরতি শেষে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন চলাচল শুরুর মধ্যদিয়ে নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

মঙ্গলবার সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম ট্রেনটি নড়াইল স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট যাত্রাবিরতির পর সকাল ৭টা ৪২ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম যাত্রায় যাত্রী হতে পেরে খুশি হয়েছেন বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার যাত্রীরা।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সোয়া ৭টার দিকে নড়াইল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে প্রথম দিন হওয়ায় ২০ মিনিটের একটু বেশি দেরিতে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর উপস্থিত উৎসুক জনতা হাত নেড়ে যাত্রীদের শুভেচ্ছা জানান। যাত্রীরাও হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা জানান।

নড়াইল স্টেশন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিল। উদ্বোধনী যাত্রায় ৫০ জন যাত্রীই ট্রেনে ঢাকায় গিয়েছেন। টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

এদিকে নড়াইল হতে ঢাকায় যেতে পেরে ভীষণ খুশি যাত্রীরা। কালের সাক্ষী হতে পেরে তাদের মধ্যে ছিল অন্যরকম অনুভূমি। ট্রেনযাত্রী জাহানারা বেগম বলেন, আমি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পেরে ভীষণ খুশি। নড়াইল জেলা এক সময় অবহেলিত থাকলেও এখন আমরা যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলাম।

নড়াইল রেল স্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস বলেন, নড়াইলে বাণিজ্যিকভাবে আজ থেকে ট্রেন চলাচল শুরু হলো। এই ষ্টেশনের প্রথম মাস্টার হতে পেরে আমি গর্বিত। ঢাকা-ভাঙ্গা-নড়াইল হয়ে মোট দুটি ট্রেন চলাচল করছে। একটি ট্রেন খুলনা থেকে ছেড়ে এসে নড়াইল হয়ে ঢাকায় যাবে। আরেকটি ট্রেন বেনাপোল থেকে নড়াইল হয়ে ঢাকায় যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ইউএনও ও ওসির সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো 

আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নড়াইল জেলার ওপর দিয়ে এই প্রথম ট্রেন গেল। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইলে ৪ মিনিটের যাত্রাবিরতি শেষে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন চলাচল শুরুর মধ্যদিয়ে নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

মঙ্গলবার সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম ট্রেনটি নড়াইল স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট যাত্রাবিরতির পর সকাল ৭টা ৪২ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম যাত্রায় যাত্রী হতে পেরে খুশি হয়েছেন বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার যাত্রীরা।

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সোয়া ৭টার দিকে নড়াইল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে প্রথম দিন হওয়ায় ২০ মিনিটের একটু বেশি দেরিতে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর উপস্থিত উৎসুক জনতা হাত নেড়ে যাত্রীদের শুভেচ্ছা জানান। যাত্রীরাও হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা জানান।

নড়াইল স্টেশন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিল। উদ্বোধনী যাত্রায় ৫০ জন যাত্রীই ট্রেনে ঢাকায় গিয়েছেন। টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

এদিকে নড়াইল হতে ঢাকায় যেতে পেরে ভীষণ খুশি যাত্রীরা। কালের সাক্ষী হতে পেরে তাদের মধ্যে ছিল অন্যরকম অনুভূমি। ট্রেনযাত্রী জাহানারা বেগম বলেন, আমি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পেরে ভীষণ খুশি। নড়াইল জেলা এক সময় অবহেলিত থাকলেও এখন আমরা যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলাম।

নড়াইল রেল স্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস বলেন, নড়াইলে বাণিজ্যিকভাবে আজ থেকে ট্রেন চলাচল শুরু হলো। এই ষ্টেশনের প্রথম মাস্টার হতে পেরে আমি গর্বিত। ঢাকা-ভাঙ্গা-নড়াইল হয়ে মোট দুটি ট্রেন চলাচল করছে। একটি ট্রেন খুলনা থেকে ছেড়ে এসে নড়াইল হয়ে ঢাকায় যাবে। আরেকটি ট্রেন বেনাপোল থেকে নড়াইল হয়ে ঢাকায় যাবে।