বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ওলামা বিভাগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রভাষক মাওলানা কাওছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওলামা মাশায়েখ শাখার সহ-সভাপতি মাওলানা মোফাজ্জল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা অধ্যাপক ইব্রাহিম হোসেন, মাওলানা কোরবান আলী যুক্তিবাদী প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আলেম সমাজের মর্যাদা মহান আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদাবান। আলেম ওলামাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে। যুক্তিসঙ্গত ও দালিলিক প্রমাণ পেশ করে ওয়াজের ময়দানে কথা বলতে হবে। কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সাধারণ লোকজন বিভ্রান্ত না হয়।
উক্ত সম্মেলনে বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ওলামা বিভাগের ২০২৫-২০২৬ সেশনের জন্য প্রভাষক মাওলানা কাওছার আলী সভাপতি ও মাওলানা আফজাল হোসেনকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।