ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার Logo ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের তফসিল: ইসি Logo ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা Logo ধর্ষকদের শাস্তির হবে প্রকাশ্য মৃত্যুদন্ড: পাবিপ্রবি শিক্ষার্থীরা Logo ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ Logo ‘জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে হবে’স্বরাষ্ট্র উপদেষ্টা Logo টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান Logo ভারতকে হারালে ১ কোটি রুপি পুরস্কার পাবেন রিজওয়ানরা, প্রতিশ্রুতি গভর্নরের Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. মাসুদ মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেল করে রূপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করতে আসেন। খাওয়া-দাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসে।

এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায় এবং অন্য দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়ী চালক মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন বালুর ব্রিজের আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

আপডেট সময় ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. মাসুদ মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেল করে রূপগঞ্জের পূর্বাচলের নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করতে আসেন। খাওয়া-দাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসে।

এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায় এবং অন্য দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়ী চালক মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন বালুর ব্রিজের আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।