ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নামজারি খারিজ করতে পাঁচ স্তরে দিতে হয় অতিরিক্ত টাকা Logo অনেক শাসন দেখেছি এগুলো শাসন ছিল না শোষণ ছিল-ডা. শফিকুর রহমান Logo নবীনগরে র‍্যাবের অভিযান: আলিয়াবাদ গোল চত্বর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার Logo গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত-সংহত থাকতে বললেন তারেক রহমান Logo সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ Logo খুব সহজে দক্ষিণ আফ্রিকাকে হারালো নিউজিল্যান্ড Logo বিএনপিকে বিব্রত করার‘অযৌক্তিক’সংস্কার প্রস্তাব দিচ্ছে সরকার Logo ‘ওরাও তো আমার সন্তান, ওদের রেখে কী করে আসি?’ Logo রাজনৈতিক দল নিবন্ধন: ১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে আবেদন বাতিল Logo ৪৮তম বিসিএসে ৩ জন বদলি পরীক্ষার্থী শনাক্ত, ব্যবস্থা নিল পিএসসি

কেরানীগঞ্জে ব্যাংকের ভেতরে ১২ ডাকাত, যেকোনো সময় অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 149

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে। তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভেতরে ডাকাত দলের ১২ সদস্য রয়েছে। সংখ্যাটি আসলেই সঠিক কিনা তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে বলেও জানতে পেরেছি। বিষয়গুলো এখনি স্প্যাসিফিক করে বলা যাচ্ছে না।

কিছুক্ষণের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করব, সে বিষয়ে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আলোচনা চলছে।

এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

জনপ্রিয় সংবাদ

নামজারি খারিজ করতে পাঁচ স্তরে দিতে হয় অতিরিক্ত টাকা

কেরানীগঞ্জে ব্যাংকের ভেতরে ১২ ডাকাত, যেকোনো সময় অভিযান

আপডেট সময় ০৫:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে। তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভেতরে ডাকাত দলের ১২ সদস্য রয়েছে। সংখ্যাটি আসলেই সঠিক কিনা তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে বলেও জানতে পেরেছি। বিষয়গুলো এখনি স্প্যাসিফিক করে বলা যাচ্ছে না।

কিছুক্ষণের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করব, সে বিষয়ে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আলোচনা চলছে।

এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।