ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর সোনাগাজীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম লুট, গ্রেপ্তার ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 124

আটক চোর চক্র

ফেনীর সোনাগাজীতে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের লুট হওয়া সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের বাঁশখালী এলাকার মোস্তফা আলীর ছেলে মো. আবদুল্লাহ (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের আবদুল ফজলুর ছেলে মো. খলিল (৩০) ও চট্টগ্রামের বন্দর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা তিন নম্বর টাওয়ারের ট্রান্সফরমারের যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়দের সহযোগিতায় থাক খোয়াজের লামছি এলাকা থেকে লুট হওয়া মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোটবড় ঢালি ও একটি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

ফেনীর সোনাগাজীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম লুট, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ফেনীর সোনাগাজীতে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের লুট হওয়া সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের বাঁশখালী এলাকার মোস্তফা আলীর ছেলে মো. আবদুল্লাহ (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের আবদুল ফজলুর ছেলে মো. খলিল (৩০) ও চট্টগ্রামের বন্দর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা তিন নম্বর টাওয়ারের ট্রান্সফরমারের যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়দের সহযোগিতায় থাক খোয়াজের লামছি এলাকা থেকে লুট হওয়া মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোটবড় ঢালি ও একটি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।