বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রাখতে মাঠে নামবে ফরচুন বরিশাল। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নামার আগে দলকে ঢেলে সাজাচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় শাহীন শাহ আফ্রিদিকে দলে নেওয়ার সুসংবাদ দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শাহীন আফ্রিদিকে দলে নেওয়ার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বরিশাল। পাকিস্তানের বাঁহাতি পেসারকে দলে নেওয়ার বিষয়ে লিখেছে, ‘পাকিস্তান পেস বোলিংয়ের জাদুকর এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলের দক্ষিণ অঞ্চলের দলের অংশ হতে যাচ্ছে শাহীন শাহ আফ্রিদি। আমরা তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।
শাহীন আফ্রিদিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কবে থেকে তাকে পাওয়া যাবে তা জানায়নি বরিশাল।
বিপিএল শুরুর সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ আছে। তবে দুই টেস্টের সিরিজে দলে নেই বাঁহাতি পেসার। সে দিক থেকে সম্ভাবনা আছে শুরু থেকে বিপিএল মাতাতে পারেন পাকিস্তানের সাবেক সীমিত সংস্করণের অধিনায়ক। বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে বরিশাল।