ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইজতেমা ময়দানের ঘটনায় কাকরাইলে ওলামা সম্মেলন ১১টায় Logo রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য অনুমোদিত প্রকল্প বাতিল শুরু Logo টঙ্গী ইজতেমা ময়দানে সাদ-যোবায়ের পন্থীদের ব্যাপক সংঘর্ষ, নিহত ৩ Logo ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা Logo গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, একদিনে নিহত আরও ৩১ ফিলিস্তিনি Logo বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ যা দেখবেন আজ Logo ভিনদেশী ফুল লিলিয়াম চাষ হচ্ছে বগুড়ায়! Logo কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমির Logo নোবিপ্রবিতে নোনা টেংরা ও কাঁকড়া চাষ উপ-প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত Logo অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল

‘বিএনপির জনসমর্থন দেখে অনেকে হিংসা করছেন’

‘বিএনপির জনসমর্থন দেখে অনেকে হিংসা করছেন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সারা দেশে বিএনপির জনসমর্থন রয়েছে। এটা অনেকে হিংসা করছেন। অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এখন বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

তারেক রহমান বলেন, ‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ জন্য প্রয়োজন জনসমর্থন। অন্যায় ও খারাপ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। ৩১ তফা নিয়ে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে।

আমাদের ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, ‘একটি দল পালিয়ে গেছে বলে নির্বাচন সহজ হবে-এমনটা মনে করলে ঠিক হবে না। আগামী নির্বাচন হবে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন। তাই দলের নেতাকর্মীদের সেভাবে তৈরি করতে হবে।’ বলেন, ‘স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তাদের পেট, লেজ ও প্রেতাত্মারা রয়ে গেছে।

তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সবক্ষেত্রে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। প্রত্যেককে খেয়াল রাখতে হবে নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার ও দলের ক্ষতি না করতে পারে। ১৫ বছর আপনারা অনেক মিথ্যা মামলা-অত্যাচার নির্যাতর সহ্য করেছেন। অনেকে হ্যান্ডকাফ হাতে নিয়ে স্বজনদের জানাজা পড়েছেন, জেলখানা ও হাসপাতালে মারা গেছেন। তার পরও আপনারা ঐক্যবদ্ধ ছিলেন।’

তিনি আরো বলেন, ‘৩১ দফার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে নিয়ে কাজ করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার কিভাবে হওয়া উচিত তার প্রতিফলন ৩১ দফা। বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে। সবাই বলছে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বর্তমান প্রেক্ষাপটে পেশাভিত্তিক লোকজন দেশের বর্তমান অবস্থা জানাতে চাচ্ছে। একটি রাজনৈতিক দল বা কর্মীর বড় সফলতা মানুষের আস্থা অর্জন। মানুষ বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে। কারণ বিএনপি মানুষে আস্থা অর্জন করতে পেরেছে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়। দায়িত্ব আপনার আমার।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাব। তবে নিশি রাতের ভোট বা অনিয়মের মাধ্যমে নয়। আমরা চাই মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিবে। মুক্তভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ইজতেমা ময়দানের ঘটনায় কাকরাইলে ওলামা সম্মেলন ১১টায়

‘বিএনপির জনসমর্থন দেখে অনেকে হিংসা করছেন’

আপডেট সময় ১০:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সারা দেশে বিএনপির জনসমর্থন রয়েছে। এটা অনেকে হিংসা করছেন। অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এখন বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

তারেক রহমান বলেন, ‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ জন্য প্রয়োজন জনসমর্থন। অন্যায় ও খারাপ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। ৩১ তফা নিয়ে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে।

আমাদের ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, ‘একটি দল পালিয়ে গেছে বলে নির্বাচন সহজ হবে-এমনটা মনে করলে ঠিক হবে না। আগামী নির্বাচন হবে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন। তাই দলের নেতাকর্মীদের সেভাবে তৈরি করতে হবে।’ বলেন, ‘স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তাদের পেট, লেজ ও প্রেতাত্মারা রয়ে গেছে।

তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সবক্ষেত্রে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। প্রত্যেককে খেয়াল রাখতে হবে নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার ও দলের ক্ষতি না করতে পারে। ১৫ বছর আপনারা অনেক মিথ্যা মামলা-অত্যাচার নির্যাতর সহ্য করেছেন। অনেকে হ্যান্ডকাফ হাতে নিয়ে স্বজনদের জানাজা পড়েছেন, জেলখানা ও হাসপাতালে মারা গেছেন। তার পরও আপনারা ঐক্যবদ্ধ ছিলেন।’

তিনি আরো বলেন, ‘৩১ দফার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে নিয়ে কাজ করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার কিভাবে হওয়া উচিত তার প্রতিফলন ৩১ দফা। বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে। সবাই বলছে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বর্তমান প্রেক্ষাপটে পেশাভিত্তিক লোকজন দেশের বর্তমান অবস্থা জানাতে চাচ্ছে। একটি রাজনৈতিক দল বা কর্মীর বড় সফলতা মানুষের আস্থা অর্জন। মানুষ বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে। কারণ বিএনপি মানুষে আস্থা অর্জন করতে পেরেছে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়। দায়িত্ব আপনার আমার।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাব। তবে নিশি রাতের ভোট বা অনিয়মের মাধ্যমে নয়। আমরা চাই মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিবে। মুক্তভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে।