ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

ববিতে পর্দা নামলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের

ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অনুষ্ঠিত হয়ে গেলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল। ২৫ টি বিভাগের ৪৮ টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের।

সোমবার (১৬ ডিসেম্বর) শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যা ৬টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিএসই ইনফিনিটি ও গণিত মাস্টার্স এর মধ্যেকার ফাইনাল খেলায় সিএসই ইনফিনিটিকে হারিয়ে বিজয়ী হয় গণিত মাস্টার্স। ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে ম্যাথ মাস্টার্স পায় একটি খাসি ও রানার্স আপ দল হিসাবে সিএসই ইনফিনিটি পায় দু’টি রাঁজহাস। এসময় খেলোয়াড়দের মাঝে “৩৬ শে জুলাই” লেখা সম্বলিত জার্সি বিতরণ করা হয়।

উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী।।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, শহীদ আবু সাইদ হচ্ছে সেই চেতনা যা আমরা ধারণ করি এবং সেই আইডল যাকে অনুসরণ করেই আসলে এই আন্দোলন সফল হয়েছে। সবসময়ই তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। আমরা আমাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, সংস্কৃতি আছে যেটাকে আমরা চর্চা করতে চাই। আমাদের দেশে কখনো ভাবা হয়নি আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালা দরকার। এখন সময় এসেছে ভাববার যে আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালার ও প্রয়োজন আছে।

তিনি আরো বলেন, খেলোয়াড়রা খুব নৈপুণ্যতার সাথে খেলেছে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। যার কাজ প্রায় শেষের পথে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, খুব চমৎকার একটা খেলা উপভোগ করলাম। আমি আশা রাখছি, এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলাসহ সকল সহশিক্ষা কার্যক্রমগুলোতে আমাদের প্রসাশন পাশে থাকবে। আয়োজকদের কাছে আশা রাখবো তারাও এমন সব আয়োজন অব্যাহত রাখবে।

আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী শহীদ আবু সাঈদকে ধারণ করতে চাই। সেই লক্ষ্য কে সামনে রেখে আমরা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ৬ই ডিসেম্বর ২৫টি বিভাগের ৪৮ টি টিম নিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছিল। পরে প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল ৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। এবং সেখান থেকে মোট ১৬টি দল ২য় রাউন্ড অথাৎ নক আউট পর্বে প্রবেশ করেন। পরবর্তী ১৬ই ডিসেম্বর ১৬টি দল থেকে মোট ৪ টি দল সেমিফাইনাল রাউন্ডে উঠে এবং পরে সেখান থেকে সিএসই ইনফিনিটি এবং ম্যাথ মাস্টার্স ফাইনালে উঠে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

ববিতে পর্দা নামলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের

আপডেট সময় ০৮:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অনুষ্ঠিত হয়ে গেলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল। ২৫ টি বিভাগের ৪৮ টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের।

সোমবার (১৬ ডিসেম্বর) শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যা ৬টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিএসই ইনফিনিটি ও গণিত মাস্টার্স এর মধ্যেকার ফাইনাল খেলায় সিএসই ইনফিনিটিকে হারিয়ে বিজয়ী হয় গণিত মাস্টার্স। ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে ম্যাথ মাস্টার্স পায় একটি খাসি ও রানার্স আপ দল হিসাবে সিএসই ইনফিনিটি পায় দু’টি রাঁজহাস। এসময় খেলোয়াড়দের মাঝে “৩৬ শে জুলাই” লেখা সম্বলিত জার্সি বিতরণ করা হয়।

উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী।।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, শহীদ আবু সাইদ হচ্ছে সেই চেতনা যা আমরা ধারণ করি এবং সেই আইডল যাকে অনুসরণ করেই আসলে এই আন্দোলন সফল হয়েছে। সবসময়ই তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। আমরা আমাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, সংস্কৃতি আছে যেটাকে আমরা চর্চা করতে চাই। আমাদের দেশে কখনো ভাবা হয়নি আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালা দরকার। এখন সময় এসেছে ভাববার যে আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালার ও প্রয়োজন আছে।

তিনি আরো বলেন, খেলোয়াড়রা খুব নৈপুণ্যতার সাথে খেলেছে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। যার কাজ প্রায় শেষের পথে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, খুব চমৎকার একটা খেলা উপভোগ করলাম। আমি আশা রাখছি, এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলাসহ সকল সহশিক্ষা কার্যক্রমগুলোতে আমাদের প্রসাশন পাশে থাকবে। আয়োজকদের কাছে আশা রাখবো তারাও এমন সব আয়োজন অব্যাহত রাখবে।

আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী শহীদ আবু সাঈদকে ধারণ করতে চাই। সেই লক্ষ্য কে সামনে রেখে আমরা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ৬ই ডিসেম্বর ২৫টি বিভাগের ৪৮ টি টিম নিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছিল। পরে প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল ৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। এবং সেখান থেকে মোট ১৬টি দল ২য় রাউন্ড অথাৎ নক আউট পর্বে প্রবেশ করেন। পরবর্তী ১৬ই ডিসেম্বর ১৬টি দল থেকে মোট ৪ টি দল সেমিফাইনাল রাউন্ডে উঠে এবং পরে সেখান থেকে সিএসই ইনফিনিটি এবং ম্যাথ মাস্টার্স ফাইনালে উঠে।