ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে মাওলানা ভাসানী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহরের অন্তর্গত পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে মাওলানা ভাসানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, শহরের ফুলবাড়ী এলাকায় খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি ইসমাঈল খান ত্বহা’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাহদী ইসলাম এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সূর্য সন্তান, সিরাজগঞ্জের গৌরব, জাতীয় নেতা মাওলানা ভাসানীর স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাওলানা ভাসানী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দদের কে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, জাতীয়ভাবে অবহেলিত করে রাখা হয়েছিল, শুধুমাত্র এক ব্যক্তির গুণকীর্তন করে নতুন প্রজন্মকে আরও যারা ফাউন্ডিং ফাদার্স রয়েছে তাদের থেকে দূরে রাখার জন্য ইতিহাস বিকৃত করা হয়েছিল। মাওলানা ভাসানী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ কে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা প্রদানের জন্য তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান। ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রশিবির ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা প্রদানের মাধ্যমে একজন ছাত্রকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য করে গড়ে তোলে।

তিনি উপস্থিত সকলকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত করে গড়ে তুলতে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকারও পরামর্শ প্রদান করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ সরকার, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ গিয়াস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দলের মধ্যে ফাইনাল ম্যাচে পল্লীমঙ্গল একাদশ ও চিরকুমার একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে চিরকুমার একাদশ ৫ উইকেটে বিজয় লাভ করে। বিজয়ী ও বিজিত উভয় দলকে ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে মাওলানা ভাসানী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহরের অন্তর্গত পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে মাওলানা ভাসানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, শহরের ফুলবাড়ী এলাকায় খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি ইসমাঈল খান ত্বহা’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাহদী ইসলাম এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সূর্য সন্তান, সিরাজগঞ্জের গৌরব, জাতীয় নেতা মাওলানা ভাসানীর স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাওলানা ভাসানী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দদের কে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, জাতীয়ভাবে অবহেলিত করে রাখা হয়েছিল, শুধুমাত্র এক ব্যক্তির গুণকীর্তন করে নতুন প্রজন্মকে আরও যারা ফাউন্ডিং ফাদার্স রয়েছে তাদের থেকে দূরে রাখার জন্য ইতিহাস বিকৃত করা হয়েছিল। মাওলানা ভাসানী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ কে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা প্রদানের জন্য তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান। ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রশিবির ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা প্রদানের মাধ্যমে একজন ছাত্রকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য করে গড়ে তোলে।

তিনি উপস্থিত সকলকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত করে গড়ে তুলতে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকারও পরামর্শ প্রদান করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ সরকার, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ গিয়াস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দলের মধ্যে ফাইনাল ম্যাচে পল্লীমঙ্গল একাদশ ও চিরকুমার একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে চিরকুমার একাদশ ৫ উইকেটে বিজয় লাভ করে। বিজয়ী ও বিজিত উভয় দলকে ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।