ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

যথাযোগ্য মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ সোমবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদায়, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে পাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রঙ্গনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় । পরে ৯ টা ৪৫ মিনিটে আনসার সদস্য এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট সদস্যরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিজয় র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে মহান শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, “সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস শুধু আমাদের আনন্দের বিষয় না। আজ আমাদের শপথ নেওয়ার দিন। আমরা আজ শপথ নেই উপ-উপাচার্যের যেমন দায়িত্ব আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীও তেমন দায়িত্ব আছে। আমরা সবাই সবার জায়গা থেকে যেন দায়িত্ব পালন করি এই শপথ নিই। এর পর থেকে কোন দিনও যেন আমরা আমাদের শপথ না ভঙ্গ করি। আমরা যেন আমাদের দায়িত্ব থেকে সরে না যাই। আমরা যেন এই শপথ নিয়ে পাবিপ্রবিকে উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারি। ”

এরপর দ্বিতীয় পর্বে সকাল ১১ টায় ছাত্রদের মোরগ লড়াই, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা,পুরুষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়ি ভাঙ্গা খেলা এবং নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। দুপুর ১২ টার সময় পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

যথাযোগ্য মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ সোমবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদায়, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে পাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রঙ্গনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় । পরে ৯ টা ৪৫ মিনিটে আনসার সদস্য এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট সদস্যরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিজয় র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে মহান শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, “সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস শুধু আমাদের আনন্দের বিষয় না। আজ আমাদের শপথ নেওয়ার দিন। আমরা আজ শপথ নেই উপ-উপাচার্যের যেমন দায়িত্ব আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীও তেমন দায়িত্ব আছে। আমরা সবাই সবার জায়গা থেকে যেন দায়িত্ব পালন করি এই শপথ নিই। এর পর থেকে কোন দিনও যেন আমরা আমাদের শপথ না ভঙ্গ করি। আমরা যেন আমাদের দায়িত্ব থেকে সরে না যাই। আমরা যেন এই শপথ নিয়ে পাবিপ্রবিকে উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারি। ”

এরপর দ্বিতীয় পর্বে সকাল ১১ টায় ছাত্রদের মোরগ লড়াই, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা,পুরুষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়ি ভাঙ্গা খেলা এবং নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। দুপুর ১২ টার সময় পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।