ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল Logo ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি Logo উত্তরের জনপদে যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন Logo জুলাইয়ে রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪ শতাংশ Logo বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন Logo আমি কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করিনি: শাকিব Logo গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি Logo দা‌য়ি‌ত্ব পাল‌নে অব‌হেলা: দুদকের উপ-পরিচালক বরখাস্ত Logo টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি Logo বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে বাগেরহাটে জামায়াতের জমকালো র‍্যালি ও পথসভা

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা ও শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি এবং উদ্দীপনাময় পথসভার আয়োজন করা হয়। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দশানি ট্রাফিক মোড়ে এসে জমজমাট এক পথসভার মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় পতাকা এবং বিজয় দিবসের বাণী সম্বলিত ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শহরজুড়ে ছিল উদ্দীপনার জোয়ার। ব্যস্ত সড়কে জনতার ঢল এবং স্লোগানে মুখরিত পরিবেশে বিজয়ের চেতনা আরও উজ্জীবিত হয়।

দশানিতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ফেরদাউস আলী। এতে প্রধান অতিথির আসনে ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। ৫৪ বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্য আজও অধরা। বৈষম্যমুক্ত দেশ গড়তে আবারও মুক্তিযুদ্ধের মতো চেতনায় কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের কর্মীরা জীবনপণ লড়াই করতে প্রস্তুত।”

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য মুস্তাইন বিল্লাহ, মনজুরুল হক রাহাদ, তাজমুল হোসেন, শামীম আহসান এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ।

র‍্যালির শুরুতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা বিজয়ের আনন্দ নিয়ে জমায়েত হন। ব্যানার, পতাকা এবং স্লোগানের সমারোহে র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা জামায়াত কার্যালয়ে ফিরে কর্মসূচি শেষ হয়।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি বাগেরহাটের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

বিজয় দিবসে বাগেরহাটে জামায়াতের জমকালো র‍্যালি ও পথসভা

আপডেট সময় ০৭:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা ও শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি এবং উদ্দীপনাময় পথসভার আয়োজন করা হয়। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দশানি ট্রাফিক মোড়ে এসে জমজমাট এক পথসভার মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় পতাকা এবং বিজয় দিবসের বাণী সম্বলিত ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শহরজুড়ে ছিল উদ্দীপনার জোয়ার। ব্যস্ত সড়কে জনতার ঢল এবং স্লোগানে মুখরিত পরিবেশে বিজয়ের চেতনা আরও উজ্জীবিত হয়।

দশানিতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ফেরদাউস আলী। এতে প্রধান অতিথির আসনে ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। ৫৪ বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্য আজও অধরা। বৈষম্যমুক্ত দেশ গড়তে আবারও মুক্তিযুদ্ধের মতো চেতনায় কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের কর্মীরা জীবনপণ লড়াই করতে প্রস্তুত।”

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য মুস্তাইন বিল্লাহ, মনজুরুল হক রাহাদ, তাজমুল হোসেন, শামীম আহসান এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ।

র‍্যালির শুরুতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা বিজয়ের আনন্দ নিয়ে জমায়েত হন। ব্যানার, পতাকা এবং স্লোগানের সমারোহে র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা জামায়াত কার্যালয়ে ফিরে কর্মসূচি শেষ হয়।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি বাগেরহাটের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।