ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 0 Views

ভোক্তাপর্যায়ে ফের বেড়েছে এলপি গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারে ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) কাওরানবাজারে বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬৩.৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে ৷

বিইআরসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে ৷

অক্টোবরে ১২ কেজির এলপি গ্যাসের দর ছিল ১৩৬৩ টাকা আর সেপ্টেম্বরে ছিল ১২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

বিইআরসির ঘোষিতদর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

আপডেট সময় ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

ভোক্তাপর্যায়ে ফের বেড়েছে এলপি গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারে ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) কাওরানবাজারে বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬৩.৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে ৷

বিইআরসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে ৷

অক্টোবরে ১২ কেজির এলপি গ্যাসের দর ছিল ১৩৬৩ টাকা আর সেপ্টেম্বরে ছিল ১২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

বিইআরসির ঘোষিতদর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।