চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দৈনিক গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৮৭ লাখ ডলার।
রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
অক্টোবরে প্রথম দুই সপ্তাহে এসেছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার। সেখানে চলতি মাসে এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।
ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্সের বড় অংশটি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
– বেসরকারি ব্যাংকগুলো: ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার
– রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার
– বিশেষায়িত ব্যাংকগুলো: ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার
– বিদেশি ব্যাংকগুলো: ৩৮ লাখ ৮০ হাজার ডলার
৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার।