বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে বাগেরহাট জেলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকার শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু আমরা স্বৈরাচারকে বিদায় দিয়েছি। এখন আমাদের লক্ষ্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। কোনো শ্রমিক যেন অধিকার থেকে বঞ্চিত না হয়, বৈষম্যের শিকার না হয়—এ লক্ষ্যে সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে।
তিনি আরও বলেন, এই দেশের মানুষ রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে। আমরা আর ভয় করি না। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মওলানা আব্দুল কাসেম। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি সদস্যকে একযোগে কাজ করতে হবে। তাদের পাশে থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রাখতে হবে।
ছাত্র উপদেষ্টা নাজমুল হাসান সাঈফ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এই দেশ আর কোনো নব্য স্বৈরাচারকে দেখতে চায় না। যদি কেউ এমন কিছু করার চেষ্টা করে, শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের মানুষকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তা দমন করবে। এই দেশের মানুষ রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করেই আমরা এগিয়ে যাব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, শ্রমিক নেতা স্বাধীন শেখ, রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।