ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো বিজয় দিবসে বিশেষ ভোজের আয়োজন করছে পাবিপ্রবি হল প্রশাসন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন প্রথমবারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করতে যাচ্ছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দুপুরে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।

ডাইনিং ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্বাবধানে বিশেষ এই ভোজের মেন্যুতে থাকবে পোলাও, গরুর মাংস, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস, ডিম, সালাদ, এবং দই। অংশগ্রহণের জন্য টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা হলের ডাইনিং থেকে ১৪ ডিসেম্বর রাত ৮টা থেকে ১০টায় ইতিমধ্যে টোকেন সংগ্রহ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র হলের আবাসিক শিক্ষার্থীরাই এই ভোজে অংশগ্রহণের সুযোগ পাবেন।

হলের আবাসিক শিক্ষার্থী অর্থনীতি বিভাগের আলহাজ্ব হোসাইন জানান,”ভার্সিটি প্রতিষ্ঠার পর এই প্রথম আমাদের বঙ্গবন্ধু হলে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হচ্ছে, যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। প্রো-ভিসি স্যারকে দাওয়াত করতে গেলে তিনি আমাদেরকে প্রতিবছরই এমন আয়োজন করবার আশ্বাস দিয়েছেন।সেই সাথে আমাদের প্রভোস্ট স্যারকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার উদ্যোগ নেওয়ার জন্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধ্যক্ষ আমিরুল ইসলাম মিরু জানান,”প্রথমবারের মত হল প্রশাসনের দায়িত্বে থেকে ছাত্রদের জন্য বিজয় ফেস্টের আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। ১৬ই ডিসেম্বরের এই বিজয়ে দিবসে আমরা সকলে বিজয় উল্লাস করে দিনটা কাটাতে পারি সেইসাথে ভাল খাবার খেয়ে উপভোগ করতে পারি এজন্যেই প্রশাসনের পক্ষ থেকে ফিস্ট দিছি। ছাত্রদের জন্য কিছু করতে পারা, তাদের খুশি করাই হলো আমার চাওয়া। যদিও এইবার বড়সড় করে করতে পারছি না আগামীতে ইনশাআল্লাহ এই দিনে ফ্রিতে প্রশাসন থেকে খাবার দেওয়া হবে এই বিষয়ে উপর মহলে আলাপ করেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত সাকিব, অপেক্ষা সিরিয়ালে

প্রথমবারের মতো বিজয় দিবসে বিশেষ ভোজের আয়োজন করছে পাবিপ্রবি হল প্রশাসন

আপডেট সময় ০৬:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন প্রথমবারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করতে যাচ্ছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দুপুরে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।

ডাইনিং ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্বাবধানে বিশেষ এই ভোজের মেন্যুতে থাকবে পোলাও, গরুর মাংস, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস, ডিম, সালাদ, এবং দই। অংশগ্রহণের জন্য টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা হলের ডাইনিং থেকে ১৪ ডিসেম্বর রাত ৮টা থেকে ১০টায় ইতিমধ্যে টোকেন সংগ্রহ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র হলের আবাসিক শিক্ষার্থীরাই এই ভোজে অংশগ্রহণের সুযোগ পাবেন।

হলের আবাসিক শিক্ষার্থী অর্থনীতি বিভাগের আলহাজ্ব হোসাইন জানান,”ভার্সিটি প্রতিষ্ঠার পর এই প্রথম আমাদের বঙ্গবন্ধু হলে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হচ্ছে, যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। প্রো-ভিসি স্যারকে দাওয়াত করতে গেলে তিনি আমাদেরকে প্রতিবছরই এমন আয়োজন করবার আশ্বাস দিয়েছেন।সেই সাথে আমাদের প্রভোস্ট স্যারকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার উদ্যোগ নেওয়ার জন্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধ্যক্ষ আমিরুল ইসলাম মিরু জানান,”প্রথমবারের মত হল প্রশাসনের দায়িত্বে থেকে ছাত্রদের জন্য বিজয় ফেস্টের আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। ১৬ই ডিসেম্বরের এই বিজয়ে দিবসে আমরা সকলে বিজয় উল্লাস করে দিনটা কাটাতে পারি সেইসাথে ভাল খাবার খেয়ে উপভোগ করতে পারি এজন্যেই প্রশাসনের পক্ষ থেকে ফিস্ট দিছি। ছাত্রদের জন্য কিছু করতে পারা, তাদের খুশি করাই হলো আমার চাওয়া। যদিও এইবার বড়সড় করে করতে পারছি না আগামীতে ইনশাআল্লাহ এই দিনে ফ্রিতে প্রশাসন থেকে খাবার দেওয়া হবে এই বিষয়ে উপর মহলে আলাপ করেছি।