ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান Logo মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা, ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Logo নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Logo জুমার পর সবাইকে আন্দোলন মঞ্চে আসার ডাক হাসনাত আবদুল্লাহর Logo ‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’প্রশ্ন সাদিক কায়েমর Logo যমুনার সামনে রাতে শিবির মাঠে নামায় পাল্টে যায় দৃশ্যপট Logo সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে Logo স্ক্রিনশট স্ক্যান করেই লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ Logo ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’:যুক্তরাষ্ট্র

বগুড়ায় র‍্যাবের পোশাক পরে অপহরণ, মুক্তিপণ নিতে গিয়ে ২ নারী আটক

বগুড়ায় র‍্যাবের পোশাক পরে অপহরণ, মুক্তিপণ নিতে গিয়ে ২ নারী আটক

বগুড়ায় ‘র‍্যাবের পোশাক’ পরে অপহরণ করা ফেরদৌস হোসেন নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ ও মুক্তিপণেরর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুই নারীকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আটক করা হয়। পরে অপহৃত ফেরদৌসকে নরসিংদীর মাধবদী থানা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সেখানকার পুলিশ উদ্ধার করে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, র‌্যাব পরচয় দেওয়া ব্যক্তিরা তাদের কেউ নন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তারা কাজ করছেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন বলেন, “অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যার পর বগুড়া সদর থানায় মামলা করেন। আমরা এখনো ভিকটিম এবং আটক দুই জনের কাউকে হাতে পাইনি। তাদের পেলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।”

অপহৃত ফেরদৌস বগুড়া সরকারি শাহ সুলতান হক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রবাস থেকে তাকে র‌্যাবের পোশাক পরিহিত কয়েকজন উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বলেন, “শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে আসা র‍্যাবের পোশাক পড়া কয়েকজন ছাত্রবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করে। এরপর তাকে মারধর করে মাইক্রবাসে তুলে নিয়ে যায়। শনিবার সকালে ফেরদৌসের পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা সাত লাখ টাকা মুক্তিপন দাবি করে। দুপুর পর্যন্ত বিভিন্ন নম্বরে বিকাশ এবং নগদের মাধ্যমে পরিবার তিন লাখ টাকা দেয়। এরপরেও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরো টাকা দাবি করতে থাকে অপহরণকারীরা।

তিনি আরো বলেন, “বিষয়টি বগুড়া জেলা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তৎপরতা শুরু করে। বিকেল ৫টার দিকে নারায়নগঞ্জের বন্দর থানা পুলিশ বিকাশে টাকা নিতে আসা দুই নারীকে আটক করে। নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অপহৃত ফেরদৌসকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়দের সহযোগিতায় মাধবদী থানা পুলিশ ফেরদৌসকে উদ্ধার করে।

জনপ্রিয় সংবাদ

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

বগুড়ায় র‍্যাবের পোশাক পরে অপহরণ, মুক্তিপণ নিতে গিয়ে ২ নারী আটক

আপডেট সময় ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় ‘র‍্যাবের পোশাক’ পরে অপহরণ করা ফেরদৌস হোসেন নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ ও মুক্তিপণেরর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুই নারীকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আটক করা হয়। পরে অপহৃত ফেরদৌসকে নরসিংদীর মাধবদী থানা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সেখানকার পুলিশ উদ্ধার করে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, র‌্যাব পরচয় দেওয়া ব্যক্তিরা তাদের কেউ নন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তারা কাজ করছেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন বলেন, “অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যার পর বগুড়া সদর থানায় মামলা করেন। আমরা এখনো ভিকটিম এবং আটক দুই জনের কাউকে হাতে পাইনি। তাদের পেলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।”

অপহৃত ফেরদৌস বগুড়া সরকারি শাহ সুলতান হক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রবাস থেকে তাকে র‌্যাবের পোশাক পরিহিত কয়েকজন উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বলেন, “শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে আসা র‍্যাবের পোশাক পড়া কয়েকজন ছাত্রবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করে। এরপর তাকে মারধর করে মাইক্রবাসে তুলে নিয়ে যায়। শনিবার সকালে ফেরদৌসের পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা সাত লাখ টাকা মুক্তিপন দাবি করে। দুপুর পর্যন্ত বিভিন্ন নম্বরে বিকাশ এবং নগদের মাধ্যমে পরিবার তিন লাখ টাকা দেয়। এরপরেও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরো টাকা দাবি করতে থাকে অপহরণকারীরা।

তিনি আরো বলেন, “বিষয়টি বগুড়া জেলা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তৎপরতা শুরু করে। বিকেল ৫টার দিকে নারায়নগঞ্জের বন্দর থানা পুলিশ বিকাশে টাকা নিতে আসা দুই নারীকে আটক করে। নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অপহৃত ফেরদৌসকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়দের সহযোগিতায় মাধবদী থানা পুলিশ ফেরদৌসকে উদ্ধার করে।