ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ Logo কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প Logo ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন প্রেমিক Logo গাজাজুড়ে হত্যাযজ্ঞ চলছেই নিহত আরও ৩৬ ফিলিস্তিনি Logo আজ জবিতে এক মঞ্চে ছাত্রদল-শিবির সভাপতিসহ থাকবেন ১২ সংগঠনের নেতা Logo প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ Logo দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাসপোর্ট ও বিআরটিএ অফিস Logo ভারতের উচিত ‘৭৫ প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা’-মাহফুজ আলম Logo হাইকমিশনে হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচার দায়ী: শফিকুল আলম Logo ১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, ১-১সিরিজে সমতা

ভারতে বাংলাদেশী উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • 0 Views

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনেশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি স্বাধীনতা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যায়। প্রধান ফটকে মিছিলটি কিছুক্ষণ অবস্থান করে পুনরায় একই পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, গোলামী না রাজপথ, ভারতের আগ্রাসন গুড়িয়ে দাও গুড়িয়ে দাও, ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা আজ ত্রিপুরায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার নিন্দা জানান। বাংলাদেশে ভারতীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ স্বাধীন একটি দেশ। ১৯৭১ সালে আমরা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমাদের এই স্বাধীন দেশের সার্বভৌমত্বে যারা হস্তক্ষেপ করবে আমরা তাদেরকে কোন দিন ছাড় দিবোনা। ভারত আমাদের সব সময় ব্যবহার করেছে, তারা আমাদের প্রকৃত বন্ধু কখনোই হতে পারেনা। এ দেশে শেখ হাসিনা ছিল ভারতের গোলাম। শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ভারতের অলিখিত প্রদেশ ছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারত এখন আর বাংলাদেশ থেকে কোন অবৈধ সুযোগ সুবিধা নিতে পারছেনা। যার কারণে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৫ তারিখে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারকে যেভাবে রুখে দিয়েছি তেমনি করে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকেও আমরা রুখে দিবো।’

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন ভারত একটা সিকিম দখল করে নিয়েছে, হায়াদ্রাবাদ দখল করে নিয়েছে। ভারত এখন বাংলাদেশ দখলে নিতে চায়। ভারত চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করতে। আমরা ভারতীয় ষড়যন্ত্রে পা দিবোনা। আমাদের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশে ভারতের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবোনা’।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

ভারতে বাংলাদেশী উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনেশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি স্বাধীনতা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যায়। প্রধান ফটকে মিছিলটি কিছুক্ষণ অবস্থান করে পুনরায় একই পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, গোলামী না রাজপথ, ভারতের আগ্রাসন গুড়িয়ে দাও গুড়িয়ে দাও, ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা আজ ত্রিপুরায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার নিন্দা জানান। বাংলাদেশে ভারতীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ স্বাধীন একটি দেশ। ১৯৭১ সালে আমরা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমাদের এই স্বাধীন দেশের সার্বভৌমত্বে যারা হস্তক্ষেপ করবে আমরা তাদেরকে কোন দিন ছাড় দিবোনা। ভারত আমাদের সব সময় ব্যবহার করেছে, তারা আমাদের প্রকৃত বন্ধু কখনোই হতে পারেনা। এ দেশে শেখ হাসিনা ছিল ভারতের গোলাম। শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ভারতের অলিখিত প্রদেশ ছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারত এখন আর বাংলাদেশ থেকে কোন অবৈধ সুযোগ সুবিধা নিতে পারছেনা। যার কারণে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৫ তারিখে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারকে যেভাবে রুখে দিয়েছি তেমনি করে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকেও আমরা রুখে দিবো।’

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন ভারত একটা সিকিম দখল করে নিয়েছে, হায়াদ্রাবাদ দখল করে নিয়েছে। ভারত এখন বাংলাদেশ দখলে নিতে চায়। ভারত চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করতে। আমরা ভারতীয় ষড়যন্ত্রে পা দিবোনা। আমাদের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশে ভারতের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবোনা’।