ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়।

এ নিষেধাজ্ঞার ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না, যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানায় , সাকিব ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন। ১০ ডিসেম্বর পরীক্ষার ফল পাওয়ার পর ইসিবি বোলিং নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। তবে এর আগে কখনো তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।

সেপ্টেম্বরে সারের হয়ে খেলা ম্যাচে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেয়ার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে ২ ডিসেম্বর তিনি অ্যাকশনের পরীক্ষা দেন, যেখানে জানা যায় তার কনুই ১৫ ডিগ্রি সীমার বেশি বেঁকে গিয়েছে। তবে সাকিবের কনুই কতটা বাঁকা হয়েছিল তা জানানো হয়নি।

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে আবারও অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বোলিং করতে কোনো বাধা নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব

আপডেট সময় ১০:০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়।

এ নিষেধাজ্ঞার ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না, যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানায় , সাকিব ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন। ১০ ডিসেম্বর পরীক্ষার ফল পাওয়ার পর ইসিবি বোলিং নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। তবে এর আগে কখনো তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।

সেপ্টেম্বরে সারের হয়ে খেলা ম্যাচে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেয়ার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে ২ ডিসেম্বর তিনি অ্যাকশনের পরীক্ষা দেন, যেখানে জানা যায় তার কনুই ১৫ ডিগ্রি সীমার বেশি বেঁকে গিয়েছে। তবে সাকিবের কনুই কতটা বাঁকা হয়েছিল তা জানানো হয়নি।

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে আবারও অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বোলিং করতে কোনো বাধা নেই।