ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কক্সবাজারে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল Logo এপ্রিলে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৫৮৩ জনের Logo বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম Logo এবার প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি Logo চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত Logo কুলাউড়ায় মাদ্রাসা অধ্যক্ষের উপর হামলা, গ্রেপ্তার ০১ Logo প্রমাণ ছাড়া বিয়ের দাবি নারীর, অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব: আসিফ নজরুল Logo ৩ কোটি টাকার স্কলারশিপে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের সা’দ আল আমিন Logo সংলাপ নাকি সংঘাত? সিদ্ধান্ত ভারতের, পাকিস্তানের হুঁশিয়ারি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাখোঁ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাখোঁ

কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। তিন মাস পরই প্রধানমন্ত্রীর পতনের এ ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণার আগে বায়রু ও ম্যাখোঁর মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়। ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি।

১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনীতিক।

এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাখোঁকে সমর্থন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যাখোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি পদত্যাগ করেন।

চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেওয়া হয়।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন ম্যাখোঁ। বায়রু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন বাজেট বিল। প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল। তখন ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বার্নিয়েকে ক্ষমতা ছাড়তে হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন পার্লামেন্টে পাসের জন্য বাজেট তৈরির চ্যালেঞ্জ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাখোঁ

আপডেট সময় ০৯:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। তিন মাস পরই প্রধানমন্ত্রীর পতনের এ ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণার আগে বায়রু ও ম্যাখোঁর মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়। ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি।

১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনীতিক।

এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাখোঁকে সমর্থন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যাখোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি পদত্যাগ করেন।

চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেওয়া হয়।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন ম্যাখোঁ। বায়রু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন বাজেট বিল। প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল। তখন ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বার্নিয়েকে ক্ষমতা ছাড়তে হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন পার্লামেন্টে পাসের জন্য বাজেট তৈরির চ্যালেঞ্জ রয়েছে।