বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শরীয়তপুর জেলা ছাত্রকল্যান সমিতি(জয়ন্তী) কতৃক বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের নবীনবরন অনুষ্ঠান ও গ্রাজুয়েশন সম্পন্ন শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(১৩ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে সকাল থেকে দুপুর পর্যন্ত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস প্রদান ও বক্তব্য প্রদান এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো এ আয়োজন সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মহিলা কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন সংগঠনের সাথে যারা যুক্ত থাকেন তারা তাদের যোগ্যতাকে সানিয়ে নিতে পারেন। পড়ালেখার পাশাপাশি সংগঠন করা একজন শিক্ষার্থীর অবশ্যই উচিৎ। নিকনির্দেশনা মূলক কথা বলার সময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জনের বহু মাধ্যম রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এসব মাধ্যমগুলো থেকে প্রাপ্ত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাতে হবে। তোমরা চাকরির বাজারে বারবার পরিক্ষা দিবা, ভুল করবা আবার ভুল থেকেই শিখবা। কখনো থেমে গেলে চলবে না।
সাবেক সভাপতি মোঃ উজ্জ্বল খান বলেন, আমরা শরীতপুরের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার। আমাদের একে অপরের বিপদে সর্বদা পাশে দাঁড়াতে হবে। কেউ যদি কখনো কোনো সমস্যায় পড়েন তাহলে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করবো।
শরীয়তপুর জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি মেহেরুন্নেসা নাবেরি বলেন, শরীয়তপুর ছাত্রকল্যান সমিতির এটাই প্রথম কমিটি যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই নারী। জয়ন্তীর এ ধারা অব্যহত থাকুক। আজকের এ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ও সার্বিক সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ।
জয়ন্তীর সাধারন সম্পাদক অনামিকা আক্তার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সকল সুনামধন্য জেলা সমিতি আছে সেগুলোর ভিতর শরীয়তপুর একটি। অনেকের ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে এসেছি। আগামীতে যারা দায়িত্বে আসবে তাদের কাছে অনুরোধ থাকবে তোমাদের সর্বচ্চ দিয়ে প্রাণের এ সংগঠনকে এগিয়ে নিবে। আমরা সর্বদা সামনের দিকে অগ্রসর হতে বদ্ধপরিকর।