ইউক্রেন থেকে খাদ্যশস্যের চালান দেশে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম বিদেশি চালান। এতে ৫২ হাজার ৫০০ টন গম এসেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এমভি ‘এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি পৌঁছে।
নিয়ম অনুযায়ী জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে গম খালাসের অনুমতি দেবে বন্দর কর্তৃপক্ষ। জাহাজে আসা গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাস হবে। বাকিটা খুলনার মোংলা বন্দরে খালাস করা হবে। এদিকে গত ৬ নভেম্বর সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১-এর আওতায় ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।