ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থীকে পার্ক থেকে উদ্ধার

নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থীকে পার্ক থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন দিন আগে নিখোঁজ হওয়া তিন মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এতথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো.আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা সবাই পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ জানায়, তিন শিক্ষার্থী গত রবিবার বাড়ি থেকে মাদরাসায় যায়। সেদিনই শাহীন আলী বাকি দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়া যায়। সেখানে রাতে থাকার পর গত সোমবার মাদরাসায় যাওয়ার কথা বলে নানার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, “পরিবার তাদের (শিক্ষার্থীদের) সন্ধান না পেলে থানায় দুটি জিডি করেন। এরপরই নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। সূত্রের খবর ধরে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।”

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থীকে পার্ক থেকে উদ্ধার

আপডেট সময় ০৮:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন দিন আগে নিখোঁজ হওয়া তিন মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এতথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো.আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা সবাই পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ জানায়, তিন শিক্ষার্থী গত রবিবার বাড়ি থেকে মাদরাসায় যায়। সেদিনই শাহীন আলী বাকি দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়া যায়। সেখানে রাতে থাকার পর গত সোমবার মাদরাসায় যাওয়ার কথা বলে নানার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, “পরিবার তাদের (শিক্ষার্থীদের) সন্ধান না পেলে থানায় দুটি জিডি করেন। এরপরই নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। সূত্রের খবর ধরে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।”