ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন Logo হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি: হাসনাত Logo গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩ Logo শেখ হাসিনার ভাষণের সময় গণহত্যার ভিডিও-ছবি দেখাবে বৈষম্যবিরোধীরা Logo নিয়মবহির্ভূত ভাবে অর্থ আদায়ের অভিযোগ নোবিপ্রবি হল প্রশাসনের বিরুদ্ধে Logo আজ আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ Logo সারসহ ট্রলি আটক, অভিযোগ ইউনিয়ন বিএনপি সহসভাপতি ও সেক্রটারির দিকে Logo আবারও আগরতলা মিশনে ভিসা সেবা চালু করল বাংলাদেশ Logo আন্দোলনের মুখে জাবিতে পোষ্য কোটা বাতিল Logo পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
সিলেটে কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘ দিনের অন্যায়, অনাচার ও জুলুমের পরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে-স্বস্তিতে শ্বাস নিতে পারছে। কিন্তু পতিত স্বৈারাচাররা এখনো থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে কিন্তু মহান আল্লাহ স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছেন। আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকেও আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত হয়েছে জামায়াতের বিরুদ্ধে। সংগঠন হিসেবে আমাদের মতো এত বিশাল ক্ষতির স্বীকার হয়নি আর কেউ। এরপরও আমরা আমাদের নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম। সবাই সে ডাকে সাড়া দিয়েছেন। এত ক্ষয়-ক্ষতির পরেও কোনো অপশক্তি কাছে আমাদের মাথা নত করাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।

তিনি ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম।

জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি কাজী মহসিন আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, শাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ প্রমুখ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে দেশবাসী ঐক্যবদ্ধ হলে স্বৈরাচার যত শক্তিশালীই হোক তারা টিকে থাকতে পারে না।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশ বিরোধী, স্বার্থান্বেষী একটি গোষ্ঠি না ষডযন্ত্র ও মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করেছিলো। কিন্তু ৫ অগাস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশবাসী আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের শক্তি। এটাকে ধরে রাখতে হবে।

জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। সুশাসন প্রতিষ্ঠায় দেশবাসী জামায়াতের দিকে চেয়ে আছে। আমাদেরকে সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

 

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

সিলেটে কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন

আপডেট সময় ০৮:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘ দিনের অন্যায়, অনাচার ও জুলুমের পরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে-স্বস্তিতে শ্বাস নিতে পারছে। কিন্তু পতিত স্বৈারাচাররা এখনো থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে কিন্তু মহান আল্লাহ স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছেন। আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকেও আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত হয়েছে জামায়াতের বিরুদ্ধে। সংগঠন হিসেবে আমাদের মতো এত বিশাল ক্ষতির স্বীকার হয়নি আর কেউ। এরপরও আমরা আমাদের নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম। সবাই সে ডাকে সাড়া দিয়েছেন। এত ক্ষয়-ক্ষতির পরেও কোনো অপশক্তি কাছে আমাদের মাথা নত করাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।

তিনি ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম।

জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি কাজী মহসিন আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, শাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ প্রমুখ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে দেশবাসী ঐক্যবদ্ধ হলে স্বৈরাচার যত শক্তিশালীই হোক তারা টিকে থাকতে পারে না।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশ বিরোধী, স্বার্থান্বেষী একটি গোষ্ঠি না ষডযন্ত্র ও মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করেছিলো। কিন্তু ৫ অগাস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশবাসী আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের শক্তি। এটাকে ধরে রাখতে হবে।

জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। সুশাসন প্রতিষ্ঠায় দেশবাসী জামায়াতের দিকে চেয়ে আছে। আমাদেরকে সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।