ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 0 Views

নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের ক্ষণ সন্নিকটে। বিদায়ের আগে নিজের প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চলেছেন দ্রুত। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুত্র হান্টারের সাজা ও সকল গুরুতর অপরাধের শাস্তি থেকে রক্ষা করার কয়েকদিনের ব্যবধানে সৃষ্টি করলেন আরেক নজির।

এবার একদিনেই ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করেছেন বাইডেন। মাত্র একদিনে এতজন অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হোয়াইট হাউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের তার পুত্র হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। গত জুনে হান্টার বাইডেন অবৈধভাবে বন্দুক নিজ আওতায় রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেইসাথে অননুমোদিত প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে গোপনে চুক্তিবদ্ধ থাকার মত অপরাধও করেছিলেন।

পুত্রকে ক্ষমা ঘোষণার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল রিপাবলিকান এবং নিজ দল ডেমোক্রেটদের নেতারাও। বাইডেনকে তারা মিথ্যাবাদী এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিয়ে কটূ কথা বলেছিলেন। কারণ বাইডেন নির্বাচনী প্রচারনার আগে বেশ কয়েকবারই বলেছিলেন তিনি তার ছেলের অপরাধ ক্ষমা করবেন না।

কিন্তু শেষপর্যন্ত বাইডেন তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছিলেন।

এদিন হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দূরে সরে যাওয়াদের পুনর্মিলন ঘটাবে এবং পারিবারিক সৌহাদ্য বাড়াবে। অপরাধের কারণে পরিবার থেকে দূরে যাওয়া লোকজনকে নিজ পরিবারে ফিরিয়ে আনার যে মনোভাব বাইডেন পোষন করেন, এই ক্ষমা ঘোষণা তারই বহিঃপ্রকাশ বলে দাবি হোয়াইট হাউজের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

আপডেট সময় ১০:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের ক্ষণ সন্নিকটে। বিদায়ের আগে নিজের প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চলেছেন দ্রুত। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুত্র হান্টারের সাজা ও সকল গুরুতর অপরাধের শাস্তি থেকে রক্ষা করার কয়েকদিনের ব্যবধানে সৃষ্টি করলেন আরেক নজির।

এবার একদিনেই ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করেছেন বাইডেন। মাত্র একদিনে এতজন অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হোয়াইট হাউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের তার পুত্র হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। গত জুনে হান্টার বাইডেন অবৈধভাবে বন্দুক নিজ আওতায় রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেইসাথে অননুমোদিত প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে গোপনে চুক্তিবদ্ধ থাকার মত অপরাধও করেছিলেন।

পুত্রকে ক্ষমা ঘোষণার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল রিপাবলিকান এবং নিজ দল ডেমোক্রেটদের নেতারাও। বাইডেনকে তারা মিথ্যাবাদী এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিয়ে কটূ কথা বলেছিলেন। কারণ বাইডেন নির্বাচনী প্রচারনার আগে বেশ কয়েকবারই বলেছিলেন তিনি তার ছেলের অপরাধ ক্ষমা করবেন না।

কিন্তু শেষপর্যন্ত বাইডেন তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছিলেন।

এদিন হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দূরে সরে যাওয়াদের পুনর্মিলন ঘটাবে এবং পারিবারিক সৌহাদ্য বাড়াবে। অপরাধের কারণে পরিবার থেকে দূরে যাওয়া লোকজনকে নিজ পরিবারে ফিরিয়ে আনার যে মনোভাব বাইডেন পোষন করেন, এই ক্ষমা ঘোষণা তারই বহিঃপ্রকাশ বলে দাবি হোয়াইট হাউজের।