ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আজ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ Logo টিভিতে যে খেলা দেখবেন Logo আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন Logo তারেক রহমানের কাছে সন্ত্রাসবাদ-চাঁদাবাজের ঠাই নেই: বিএনপি নেতা মধু Logo কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার Logo হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস Logo প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু Logo কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত Logo ডাকাতির চেষ্টায় গণপিটুনির শিকার সেই বিএনপি নেতা বহিষ্কার Logo জবির আইইআর-এ র‌্যাগিং, ১০ দিনেও উদ্যোগহীন পরিচালক; আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের ক্ষণ সন্নিকটে। বিদায়ের আগে নিজের প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চলেছেন দ্রুত। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুত্র হান্টারের সাজা ও সকল গুরুতর অপরাধের শাস্তি থেকে রক্ষা করার কয়েকদিনের ব্যবধানে সৃষ্টি করলেন আরেক নজির।

এবার একদিনেই ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করেছেন বাইডেন। মাত্র একদিনে এতজন অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হোয়াইট হাউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের তার পুত্র হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। গত জুনে হান্টার বাইডেন অবৈধভাবে বন্দুক নিজ আওতায় রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেইসাথে অননুমোদিত প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে গোপনে চুক্তিবদ্ধ থাকার মত অপরাধও করেছিলেন।

পুত্রকে ক্ষমা ঘোষণার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল রিপাবলিকান এবং নিজ দল ডেমোক্রেটদের নেতারাও। বাইডেনকে তারা মিথ্যাবাদী এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিয়ে কটূ কথা বলেছিলেন। কারণ বাইডেন নির্বাচনী প্রচারনার আগে বেশ কয়েকবারই বলেছিলেন তিনি তার ছেলের অপরাধ ক্ষমা করবেন না।

কিন্তু শেষপর্যন্ত বাইডেন তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছিলেন।

এদিন হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দূরে সরে যাওয়াদের পুনর্মিলন ঘটাবে এবং পারিবারিক সৌহাদ্য বাড়াবে। অপরাধের কারণে পরিবার থেকে দূরে যাওয়া লোকজনকে নিজ পরিবারে ফিরিয়ে আনার যে মনোভাব বাইডেন পোষন করেন, এই ক্ষমা ঘোষণা তারই বহিঃপ্রকাশ বলে দাবি হোয়াইট হাউজের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বিদায়ের আগে একদিনেই ১৫শ অপরাধীর সাজা বাতিল করলেন বাইডেন

আপডেট সময় ১০:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের ক্ষণ সন্নিকটে। বিদায়ের আগে নিজের প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে চলেছেন দ্রুত। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুত্র হান্টারের সাজা ও সকল গুরুতর অপরাধের শাস্তি থেকে রক্ষা করার কয়েকদিনের ব্যবধানে সৃষ্টি করলেন আরেক নজির।

এবার একদিনেই ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করেছেন বাইডেন। মাত্র একদিনে এতজন অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হোয়াইট হাউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের তার পুত্র হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহের মধ্যেই এই ঘোষণা দেয়া হলো। গত জুনে হান্টার বাইডেন অবৈধভাবে বন্দুক নিজ আওতায় রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেইসাথে অননুমোদিত প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে গোপনে চুক্তিবদ্ধ থাকার মত অপরাধও করেছিলেন।

পুত্রকে ক্ষমা ঘোষণার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল রিপাবলিকান এবং নিজ দল ডেমোক্রেটদের নেতারাও। বাইডেনকে তারা মিথ্যাবাদী এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিয়ে কটূ কথা বলেছিলেন। কারণ বাইডেন নির্বাচনী প্রচারনার আগে বেশ কয়েকবারই বলেছিলেন তিনি তার ছেলের অপরাধ ক্ষমা করবেন না।

কিন্তু শেষপর্যন্ত বাইডেন তার বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছিলেন।

এদিন হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দূরে সরে যাওয়াদের পুনর্মিলন ঘটাবে এবং পারিবারিক সৌহাদ্য বাড়াবে। অপরাধের কারণে পরিবার থেকে দূরে যাওয়া লোকজনকে নিজ পরিবারে ফিরিয়ে আনার যে মনোভাব বাইডেন পোষন করেন, এই ক্ষমা ঘোষণা তারই বহিঃপ্রকাশ বলে দাবি হোয়াইট হাউজের।